ad
ad

Breaking News

T20 World Cup

T20 World Cup: স্কোয়াড ঘোষণা পাপুয়া নিউগিনির

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় পাপুয়া নিউগিনি দেশটি। এবারও বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে দেশটি।

T20 World Cup: Papua New Guinea squad announced

Bangla Jago Desk: ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় পাপুয়া নিউগিনি দেশটি। এবারও বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে দেশটি। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করেছে পাপুয়া নিউগিনি। অভিজ্ঞ খেলোয়ারদের নিয়ে দল ঘোষণা করেছে আইসিসি-র সহযোগী দেশটি। দলের নেতৃত্বে থাকবে আসাদ ভালা।দলে থাকছেন অলরাউন্ডার সিজে আমিনি।প্রধান কোচের দায়িত্বে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার টাটেন্ডা টাইবু।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে খেলবে পাপুয়া নিউগিনি। ২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাপুয়া নিউগিনি।পাপুয়া নিউগিনির বিশ্বকাপের স্কোয়াড এ থাকছেন অধিনায়ক  আসাদ ভালা,  সিজে আমিনি, অ্যালেই নাও, চাঁদ সপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপলিং দরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ, টনি উরা।বাছাইপর্বে অপরাজিত ছিল পাপুয়া নিউগিনি। ঘরের মাঠে ছয় ম্যাচ জেতার পর জাপান, ভানাতু, ফিলিপাইনের মতো চ্যালেঞ্জিং দলগুলো পার করে আঞ্চলিক ফাইনালে খেলেছে পাপুয়া নিউগিনি।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ এ ভালো ফল করার আশা দেখছে তারা। দল নিয়ে অধিনায়ক ভালা বলেন, দল অনেক বেশি সতেজ। যারা গতবার বিশ্বকাপে খেলেছিল, তাদের জন্য এটা ভিন্ন রকম অনুভূতি। ওই আসরে কোভিডের কারণে প্রস্তুতি ততটা ভালো ছিল না এবং এবার তারা অনেক প্রস্তুতি নিয়েছেন। তিনি এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছেন কারণ তিনি জানেন তারা ভালো ফল করতে চলেছেন।