ad
ad

Breaking News

pakistan cricket team

বেটিং-এ নাম জড়ানো ক্রিকেটারকে ভিসা দিতে অস্বীকার! বিশ্বকাপের আগে বিপাকে পাকিস্তান

মনে করা হচ্ছে ম্যাচ ফিক্সসিং এর দায় ইংল্যান্ড এ জেল খেটেছেন আমির। ক্রিমিনাল রেকর্ড এ তার নাম রয়েছে। ক্রিকেট থেকে সাসপেন্ড হয়েছিলেন তিনি। সে কারনেই আমিরকে ভিসা দিতে নারাজ আয়ারল্যান্ড।

Pakistan Cricket Team: Cricketer involved in betting refused to give a visa! Pakistan in trouble before the World Cup

পাকিস্তান ক্রিকেট টিম (ছবিঃ সংগৃহীত)

Bangla Jago Desk: আসন্ন টি২০ বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড-এ টি২০ সিরিজ খেলতে যাবে বাবর আজমদের দল। ইতিমধ্যে টি ২০ বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাক ক্রিকেট বোর্ড। আইসিসির শাস্তির হাত থেকে বাঁচতে দল ঘোষণা বলে মনে করেছেন অনেকে। তাই সেই দলে যে পরিবর্তন আসবে তা বলাই চলে। তবে ভিসা জটিলতায় আয়ারল্যান্ড সফরে যেতে পারলেন না বিতর্কিত পাক ক্রিকেটার মহম্মদ আমির। ভিসা না পাওয়ার কারন যদিও স্পষ্ট নয়।

মনে করা হচ্ছে ম্যাচ ফিক্সসিং এর দায় ইংল্যান্ড এ জেল খেটেছেন আমির। ক্রিমিনাল রেকর্ড এ তার নাম রয়েছে। ক্রিকেট থেকে সাসপেন্ড হয়েছিলেন তিনি। সে কারনেই আমিরকে ভিসা দিতে নারাজ আয়ারল্যান্ড। যদিও এ বিষয় নিয়ে মুখ খোলেননি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

অন্যদিকে আয়ারল্যান্ড সিরিজ শেষে ইংল্যান্ড এ উড়ে যাবে পাক দল। সেখানেও টি ২০ সিরিজ খেলবে বাবররা। ইংল্যান্ড যেতে আমিরের ভিসা পাওয়া যে আরও কঠিন তা বলার অপেক্ষা রাখে না। কারন তিনি ইংল্যান্ড-এ দোষীসাব্যস্ত হয়েছিলেন। আমিরের ভিসা জটিলতা কবে মিটবে তাও স্পষ্ট নয়। আমির যদি এই দুই সিরিজে ভিসা না পায় তাহলে বিশ্বকাপে তার উপস্থিতি অনিশ্চয়তার মধ্যে পড়বে। আয়ারল্যান্ডের মতন ছোট দেশ যদি তাঁকে ভিসা না দেয়, তাহলে বিশ্বকাপ আয়োজক দেশ আমেরিকার থেকে ভিসা পাওয়া অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। আমির যদি বিশ্বকাপ না খেলতে পারে তাহলে কার্যত মূখ পুড়বে পাক ক্রিকেট বোর্ডের।