ad
ad

Breaking News

IPL

IPL: আইপিএলের মাঝেই সল্ট-ব্যাটলারদেরকে চাইছে ইসিবি! ছড়বে কি আইপিএল দলগুলো ?

আইপিএল চলছে, প্লে অফ পর্বের খেলা রয়েছে ২১ মে থেকে ২৬ শে মে । এদিকে ২২ মে থেকে ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে খেলতে যাবে।

ECB wants salt-battlers in the midst of IPL! Will the IPL teams spread?

Bangla Jago Desk : আইপিএল চলছে, প্লে অফ পর্বের খেলা রয়েছে ২১ মে থেকে ২৬ শে মে । এদিকে ২২ মে থেকে ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে খেলতে যাবে। এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি আগেই জানিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে যে খেলোয়াড়দের নাম রয়েছে তাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। প্লে অফ এ বাটলার, সল্ট দের মতো খেলোয়াড়দেরকে পাবে না বলেই ধরে নিয়েছিল আই পি এল দলগুলো।

[ আরও পড়ুন : Bajrang Punia:প্যারিস অলিম্পিকে অনিশ্চিত টোকিও পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া, তাকে সাসপেন্ড করলো নাডা]

আইপিএলের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যদি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পাওয়া যায় তাহলে বড় ধাক্কা হবে দলগুলোর জন্য। সে কারণে বিসিসিআইয়ের তরফ থেকে ইসিবি কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । পাকিস্থান সিরিজ থেকে ক্রিকেটারদের ছাড় দেওয়ার অনুরোধ করা হয়েছিল বোর্ডের তরফ থেকে। বিসিসিআই এর অনুরোধকে মান্যতা দেবে বলে মৌখিকভাবে প্রতিশ্রুতি দিলেও অফিসিয়াল ভাবে এখনো কিছুই ঘোষণা করেনি ইসিবি।





ইসিবি অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গিয়েছে । সে কারণে ব্যাটলার সল্ট দের খেলা নিয়ে রয়েছে বেশ সংশয়। আইপিএল দলগুলো এখনো আশা ছাড়তে পারছে না। তবে ফ্রাঞ্চাইজি দল গুলো আশাবাদী যে ইসিবির তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা আইপিএলের ক্ষেত্রে ফলপ্রসু হবে।