ad
ad

Breaking News

BAJRANG PUNIA

Bajrang Punia:প্যারিস অলিম্পিকে অনিশ্চিত টোকিও পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া, তাকে সাসপেন্ড করলো নাডা

রতীয় কুস্তিতে বড়সড় ধাক্কা। প্যারিস অলিম্পিকে অনিশ্চিত টোকিও পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া।পুনিয়াকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি ।

Bajrang Punia: Uncertain Tokyo medalist Bajrang Punia suspended by NADA at Paris Olympics

Bangla Jago Desk : ভারতীয় কুস্তিতে বড়সড় ধাক্কা। প্যারিস অলিম্পিকে অনিশ্চিত টোকিও পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া।পুনিয়াকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি । রোহিত কুমারের কাছে হেরে যাওয়ার পর মার্চে সোনিপতে অনুষ্ঠিত বাছাই ট্রায়ালে জিততে ব্যর্থ হওয়া পুনিয়া, বাউটের পরে নমুনা সরবরাহ করেননি। NADA আধিকারিকরা পুনিয়া থেকে ডোপ পরীক্ষার জন্য একটি নমুনা সংগ্রহ করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তৃতীয়-চতুর্থ স্থানের লড়াইয়ের জন্যও পিছিয়ে থাকেননি।

[ আরও পড়ুন : ৪ উইকেটের জয়ে টেবিলের উপরের দিকে উঠে এল বিরাট]

অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী একটি পরীক্ষার নমুনা সরবরাহ করতে অস্বীকার করেন। তাকে প্রদত্ত ডোপ কিটগুলির মেয়াদ শেষ হয়ে গেছে এবং এই বিষয়ে বিচারের সময় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। তিনি নমুনা দিতে রাজি না হওয়ায় ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি কারণ জানতে চায়। তাতেও সুরাহা না মেলায় ২৩ এপ্রিল নোটিশ জারি করা হয়। তাঁকে বলা হয়, ৭ মে মধ্যে উত্তর জমা করতে। বজরংয়ের উত্তরের পরেই তাঁর শুনানির তারিখ ঠিক করা হবে। ততদিন পর্যন্ত কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। ফলে প্যারিস অলিম্পিকের ট্রায়ালে তাঁর যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হল। কুস্তিগীর বজরং পুনিয়া তার এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে বলেন, তিনি কখনই NADA আধিকারিকদের কাছে তার নমুনা দিতে অস্বীকার করেননি, তিনি তাদের অনুরোধ করেছিলেন যে তারা তারা নমুনা সংগ্রহ করার জন্য যে মেয়াদোত্তীর্ণ কিট নিয়ে এসেছিল সে বিষয়ে তারা কী পদক্ষেপ নিয়েছে এবং তারপরে তার ডোপ পরীক্ষা করাবে সে সম্পর্কে প্রথমে তাকে উত্তর দিতে।





তার আইনজীবী বিদুশ সিংহানিয়া যথাসময়ে এই চিঠির জবাব দেবেন বলে জানান তিনি।২০২০ টোকিও অলিম্পিক্সে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন বজরং। ২০১৮ জাকার্তার এশিয়ান গেমসে সোনা জেতেন তিনি।প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ ছিল বজরং পুনিয়া। তার জেরেই কি শাস্তির মুখে পড়তে হচ্ছে দুইবারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন কুস্তিগীর কে। তবে আবারও শাস্তির মুখে পড়ায় বজরং পুনিয়ার  ভক্তদের মনে যথেষ্ট চিন্তা সৃষ্টি হয়েছে ।