ad
ad

Breaking News

Chess Federation

আবারও বিশ্বসেরা ভারত! একই পরিবার থেকে এই প্রথম দুই গ্র্যান্ডমাস্টার! গর্বিত বৈশালীর পরিবার

গ্র্যান্ডমাস্টার উপাধি এবার বোনের ঝুলিতে। গ্র্যান্ডমাস্টার রমেশ বাবু প্রজ্ঞানন্দ এর পর পরিবারে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার এর উপাধি নিজের নামে করে নিলেন বৈশালী রমেশ বাবু। তিনি ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টারের উপাধি নিজের নামে করে নেওয়ার পর বিশ্বসেরা

India is the best in the world again! This is the first two grandmasters from the same family! Proud Vaishali family

Bangla Jago Desk : গ্র্যান্ডমাস্টার উপাধি এবার বোনের ঝুলিতে। গ্র্যান্ডমাস্টার রমেশ বাবু প্রজ্ঞানন্দ এর পর পরিবারে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার এর উপাধি নিজের নামে করে নিলেন বৈশালী রমেশ বাবু। তিনি ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টারের উপাধি নিজের নামে করে নেওয়ার পর বিশ্বসেরা। এদিন আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তরফ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতীয় এই দাবাড়ুকে। তবে শুধুমাত্র তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হিসেবেই তাঁর পরিচয় নয়, পরিবারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার তিনি। যদিও প্রথম স্থান অধিকার করে বসে আছেন তাঁর ভাই রমেশ বাবু প্রজ্ঞানন্দ।

স্পেনে বৈশালীর পারফরম্যান্স ছিল দূর্দান্ত। সেখানেই সে ২৫০০ এলো পয়েন্ট সংগ্রহ করেন। বৈশালীর আগেও যে-দুজন গ্র্যান্ডমাস্টার খেতাব নিজেদের নামে করে নিয়েছিলেন তাঁরা হলেন, কোনেরু হাম্পি এবং হরিকা দ্রোনাভল্লি। এরপর ভারতের হয়ে মহিলাদের মধ্যে তৃতীয় গ্র্যান্ডমাস্টার হয়ে বিশ্বকে এক কথায় আন্তর্জাতিক দরবারে তুলে ধরতে সাহায্য করলেন বৈশালী সঙ্গে ভারতে দাবার মহিলা আধিপত্য বিস্তার করতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি তা বলাইবাহুল্য।

তবে এখানেই রয়েছে আরও এক চমক। বৈশালীর ভাই, গ্র্যান্ডমাস্টার রমেশ বাবু প্রজ্ঞানন্দ পূর্বেই এই খেতাব নিজের নামে করে নিয়েছিলেন। এবার ভাই এর পর দিদিও গ্র্যান্ডমাস্টার উপাধি নিজের নামে করে নিলেন। তবে এই প্রথম বিশ্বের কোনও দেশ থেকে একই পরিবারের দুজন পেল গ্র্যান্ডমাস্টার এর সম্মান। তাই গ্র্যান্ডমাস্টার ভাই ও বোনের এই যুগলবন্দী ভারতের সকলের জন্যই অনুপ্রেরণাদায়ক। তাছাড়াও ছেলে ও মেয়ের এই সম্মান অর্জুনে গর্ববোধ করছেন তাঁদের পরিবারের সকলেই।