ad
ad

Breaking News

Jammu & Kashmir

Jammu & Kashmir : তিনদিনে দ্বিতীয়বার উপত্যকায় জঙ্গি হামলা

প্রসঙ্গত, মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন রেয়াসিতে তীর্থযাত্রীদের বাসে হামলা চালায় জঙ্গিরা।

Militant attack in the valley for the second time in three days

চিত্র : সংগ্রহীত

Bangla Jago Desk : উপত্যকায় তীর্থযাত্রীদের বাসে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে ফের জঙ্গি হামলা, জম্মু-কাশ্মীরে। উপত্যকার বাতাসে এখনো বারুদের গন্ধ তাজা, শুকোয়নি তীর্থযাত্রীদের রক্তের দাগ। তারই মাঝে আরও একবার কেঁপে উঠল ভূস্বর্গের কাঠুয়া জেলা।

[ আরও পড়ুন : Jamai Sasthi 2024 : জামাইকে ঠান্ডা রাখতে ফ্যান কেনার ভিড় সিউড়িতে ]

গত মঙ্গলবার রাতে হিরানগডর এলাকায় সাইদা গ্রামে হামলা চালায় জঙ্গিরা। হামলার ঘটনায় আহত হয়েছেন তিন গ্রামবাসী। পাল্টা নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি। ঘটনার পর গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযানে নেমেছে সেনা ও আধাসেনার যৌথ বাহিনী। জারি হয়েছে রেড অ্যালার্ট। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে দিল্লি। যোগাযোগ করা হয়েছে কাঠুয়া জেলার জেলা শাসকের সঙ্গে।

ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, হীরানগর সেক্টরে সাইদা গ্রামের সন্ত্রাসবাদি হামলার ঘটনায় তিনি ডিসি কাঠুয়া এস রাকেশ মিনহাসের সঙ্গে যোগাযোগ রাখছেন। একইসঙ্গে কাঠুয়ার এসপির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। যে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে সেই বাড়ির মালিক অনায়াত আলীর সঙ্গে মোবাইলে কথা হয়েছে তার।

[ আরও পড়ুন : Snake Bite : জীবন্ত সাপ হাতে হাসপাতালে গৃহবধূ! ঘটনা জানলে চমকে যাবেন আপনিও ]

প্রসঙ্গত, মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন রেয়াসিতে তীর্থযাত্রীদের বাসে হামলা চালায় জঙ্গিরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনকে নিশানা করে পাক মদতপুষ্ট জঙ্গীদের হামলার ঘটনায় চিন্তা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। হামলার দায়ও স্বীকার করেছে দা রেজিস্টেন্স ফ্রন্ট। আগামী দিনে কাশ্মীরে আরও বড়সড় নাশকতার হুমকি ও মিলেছে তাদের পক্ষ থেকে। ফলে আরও সজাগ নিরাপত্তা বাহিনী। বারবার হামলা চালিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে জেহাদিরা।