ad
ad

Breaking News

Whatsapp

আইফোন ব্যবহারকারীদের জন্য কী নয়া ফিচার আসল হোয়াটসঅ্যাপে ?

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আইফোন ইউজারদের জন্য নতুন সুরক্ষা-সংক্রান্ত ফিচার ‘Passkey’ চালু হয়েছে

What is the new feature for iPhone users in the original WhatsApp?

Bangla Jago Desk, Mou Basu: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আইফোন ইউজারদের জন্য নতুন সুরক্ষা-সংক্রান্ত ফিচার ‘Passkey’ চালু হয়েছে। এর ফলে আইফোনে iOS প্লাটফর্ম ব্যবহারকারীরা এখন থেকে পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস-আইডির মাধ্যমে অ্যাপে লগইন করতে পারবেন সহজে। আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন হলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গত বছরের অক্টোবর থেকেই এই নয়া ফিচার ব্যবহার করতে পারছেন।

হোয়াটসঅ্যাপের পাস-কি ফিচারের সবচেয়ে বড়ো সুবিধা হল, যে সহজেই পাসওয়ার্ডের নম্বর মনে রাখার মতো কোনো তথ্য মনে রাখার ঝামেলা ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসআইডির মতো বিকল্পের সাহায্যে সহজে লগইন করা যাবে।ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। লগইন করতে প্রয়োজন পড়বে না ছয় সংখ্যার পাসওয়ার্ডেরও। তাছাড়া এতে অ্যাপ হ্যাক বা পাসওয়ার্ড ফাঁস হওয়ারও ভয় থাকবে না। চাইলে মেসেজিং অ্যাপে গিয়ে যখন খুশি পাস-কি রিমুভ করাও যাবে।

কীভাবে ব্যবহার করবেন নয়া পাস-কি ফিচার?

প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটির লেটেস্ট ভার্সন আপডেট করুন।
এরপর হোয়াটসঅ্যাপ খুলে অ্যাপের সেটিংসে গিয়ে ট্যাপ করুন ‘অ্যাকাউন্ট’ (Account) অপশনে।
এরপরে সিকিউরিটি সেকশনে গিয়ে পাস-কি অপশনে গিয়ে সেটি ট্যাপ করুন এবং স্ক্রিনে দেখানো নির্দেশ অনুসরণ করুন। এতে আপনি ইচ্ছেমতো পাসওয়ার্ড সেট করতে পারবেন।
মনে রাখবেন, এই সুরক্ষা স্তরটি লগ ইন করার সময়েই কাজে লাগবে এবং এটি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা ফেসআইডি জাতীয় সিকিউরিটি সিস্টেমের ভিত্তিতে কাজ করবে।