ad
ad

Breaking News

ISRO

ইসরোর সাফল্যের মুকুটে নয়া পালক! অভিনব আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীর

তরল অক্সিজেন ও কেরোসিন দিয়ে তারা সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিনের এমন এক জ্বালানি তৈরি করেছে যা রকেটের ওপর যে প্রবল ধাক্কার প্রয়োজন পড়ে তা দিতে সক্ষম।

ISRO: Using liquid oxygen and kerosene, they created a semi-cryogenic engine fuel capable for rockets.

Bangla Jago Desk, মৌ বসু: ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। রকেটে চাপিয়ে যে কোনো মহাকাশযানকে সফল ভাবে মহাকাশে নিয়ে যেতে সঠিক জ্বালানির দরকার। আগামী প্রজন্মের রকেটকে অনেক বেশি পেলোড অর্থাৎ ওজন নিয়ে মহাকাশে পাড়ি দিতে হয়।

[ আরও পড়ুন : OMG! ভারত পে লঞ্চ করল অল ইন ওয়ান পেমেন্ট ডিভাইস ‘BharatPe One’!  ]

তাই বর্তমান জ্বালানির চেয়েও ভাল কিছু দরকার। ইসরো (ISRO) সেই নতুন জ্বালানি এবার তৈরি করে ফেলল। তরল অক্সিজেন ও কেরোসিন দিয়ে তারা সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিনের এমন এক জ্বালানি তৈরি করেছে যা রকেটের ওপর যে প্রবল ধাক্কার প্রয়োজন পড়ে তা দিতে সক্ষম। উল্লেখ্য , ২০২৩ সালে চাঁদের মাটিতে পা রেখে ইতিহাস রচনা করেছে ভারত । চাঁদের মাটিতে সফল পাওয়ার পর ইসরো (ISRO) সূর্যের কাছে আদিত্য কে পাঠায় । সূর্যের কাছে পৌঁছে নির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যকে নিরন্তর পর্যবেক্ষণ করছে ইসরোর (ISRO)পাঠানো যান আদিত্য। এবার সেই ইসরো আরও এক সাফল্য পেল। বিজ্ঞানীদের দাবি, আদিত্য সূর্যের কাছাকাছি পৌঁছে সূর্যকে নিরন্তর পর্যবেক্ষণ করছে ।  এছাড়া , বিজ্ঞানীদের তরফ থেকে আরও জানানো হয়েছে ,যাতে রকেট অনেক বেশি পেলোড বা ভার নিয়েও অনায়াসে মহাকাশে পৌঁছে যেতে পারে। ইসরোর এই সাফল্য ভবিষ্যতের মহাকাশাভিযানে আরও বেশি সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।