ad
ad

Breaking News

Google Photos

এবার গুগল ফটোর মেমোরিতে থাকা ছবিতেও অপছন্দের ব্যক্তির ছবি ব্লক করা যাবে, কীভাবে করবেন জানতে হলে পড়তে হবে প্রতিবেদনটি

গুগল ফটো এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসল নতুন ফিচার। গুগল ফটোর মেমোরির সাহায্য আমরা পুরনো ছবি দেখতে পা

Now you can block the picture of the person you don't like in the picture in the memory of Google Photos, to know how to do it, you have to read the report.

Bangla Jago Desk , Mou Basu : গুগল ফটো এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসল নতুন ফিচার। গুগল ফটোর মেমোরির সাহায্য আমরা পুরনো ছবি দেখতে পাই। এবার গুগল ফটোর মেমোরিতে থাকা ছবিতে যদি কোনো ব্যক্তিকে আমাদের অপছন্দ হয় তাঁর ছবি যদি আমরা দেখতে না চাই তাহলেও উপায় বাতলে দিল টেক জায়েন্ট গুগল। এবার গুগল ফটোতে মেমোরিতে থাকা কোনো ছবিতে কোনো ব্যক্তির ছবি সরিয়ে দেওয়া যাবে, সেই ব্যক্তিকে চাইলে ব্লক করে দেওয়া যাবে গুগল ফটোতে।

9to5Google এর রিপোর্ট অনুযায়ী, গুগল ফটোর লেটেস্ট ভার্সন অনুযায়ী, এবার গুগল ফটোর মেমোরিতে থাকা কোনো ছবিতে কারোর মুখ সরিয়ে ফেলা যাবে।গুগল ফটোর মেমোরিতে থাকা কোনো ছবি থেকে কারোর ছবি সরিয়ে ফেলতে হলে কী করবে করতে হবে?
গুগল ফটো অ্যাপের সেটিংস মেনুতে যান। এরপর প্রেফারেন্স অপশনে গিয়ে মেমোরিজে যান। ‘হাইড পিপল অ্যান্ড পেট’ অপশন বেছে নিন। এই অপশন বেছে নিলে আপনি কোনো অপছন্দের ব্যক্তির ছবি আড়াল করে রাখতে পারবেন আপনার গুগল ফটোর মেমোরি, ক্রিয়েশন এমনকি সার্চ পেজ থেকেও।

তবে তার জন্য সেই সব ব্যক্তি আছেন এমন কোনো ছবি ডিলিট করতে হবে না। ওভারফ্লো মেনুর সাহায্যে নতুন অপশন খুলে যাবে। নতুন ফিচারে কারোর মুখ আড়াল করতে ২টি অপশন মিলবে। ১) মেমোরি থেকে কারোর মুখ সম্পূর্ণ আড়াল করতে আপডেটেড মেনুর সাহায্যে ‘ব্লক ফেস’ অপশন বেছে নিন। ২) “শো লেস” অপশনে ক্লিক করলে মেমোরিতে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি কম দেখা যাবে।