ad
ad

Breaking News

Air Taxi

মাত্র ৭ মিনিটেই দিল্লি থেকে পৌঁছে যাওয়া যাবে গুরুগ্রাম, কীভাবে সম্ভব?

Bangla Jago Desk, মৌ বসু : বিশাল যানজটে আর নাকাল হতে হবে না। এবার খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে দিল্লি থেকে সোজা গুরুগ্রাম। সৌজন্যে ইন্ডিগো এয়ারলাইন্স। না বিমানে চেপে নয়। এবার ইন্ডিগো এয়ারলাইন্স খুব শিগগিরই চালু করতে চলেছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। দিল্লি থেকে গুরুগ্রামের মধ্যে এই ইলেকট্রিক এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হবে। ইন্ডিগো এয়ারলাইন্সের মূল […]

Gurugram can be reached in just 7 minutes from Delhi,

Bangla Jago Desk, মৌ বসু : বিশাল যানজটে আর নাকাল হতে হবে না। এবার খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে দিল্লি থেকে সোজা গুরুগ্রাম। সৌজন্যে ইন্ডিগো এয়ারলাইন্স। না বিমানে চেপে নয়। এবার ইন্ডিগো এয়ারলাইন্স খুব শিগগিরই চালু করতে চলেছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। দিল্লি থেকে গুরুগ্রামের মধ্যে এই ইলেকট্রিক এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হবে।
ইন্ডিগো এয়ারলাইন্সের মূল সংস্থা ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ আমেরিকান সংস্থা আর্চার এভিয়েশনের সঙ্গে হাত মিলিয়েছে। মার্কিন সংস্থার কাছ থেকে ২০০টি বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি কেনা হবে। তবে পুরোপুরি ভাবে পরিষেবা চালু হতে অপেক্ষা করতে হবে ২০২৬ সাল পর্যন্ত।
এককটা এয়ার ট্যাক্সিতে ৪ জন বসতে পারবেন। যাত্রী সুরক্ষার কথা ভাবা হচ্ছে। নিজেদের আসনে যাতে ভালো ভাবে আরামদায়ক উপায় বসতে পারেন সেদিকেও নজর দেওয়া হয়েছে। দিল্লি থেকে গুরুগ্রামের দূরত্ব ২৭ কিলোমিটার। এয়ার ট্যাক্সিতে মাত্র ৭ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। খরচ পড়বে যাত্রীপিছু ২-৩ হাজার টাকা। এয়ার ট্যাক্সি চালানোর জন্য অনুমোদন দেবে ভারতের অসামরিক বিমান পরিবহণ সংস্থা ডিজিসিএ।