ad
ad

Breaking News

Social Media

হোয়াটসঅ্যাপে ভুল তথ্য শেয়ার ও অবমাননাকর মেসেজ করলেই নেমে আসতে পারে শাস্তির খাঁড়া

অনেকেই সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ভুলভাল তথ্য শেয়ার করে, অবমাননাকর মেসেজ করে। বিশেষ করে ভোটের বাজারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবমাননাকর মেসেজ শেয়ার করার প্রবণতা অনেক বেড়ে গেছে

Sharing wrong information and insulting messages on WhatsApp can lead to punishment

Bangla Jago Desk , Mou Basu : অনেকেই সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ভুলভাল তথ্য শেয়ার করে, অবমাননাকর মেসেজ করে। বিশেষ করে ভোটের বাজারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবমাননাকর মেসেজ শেয়ার করার প্রবণতা অনেক বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে এবার এমন করলে কিন্তু শাস্তির খাঁড়া নেমে আসতে পারে।

বিভিন্ন রকমের সেফটি ফিচার নিয়ে কাজ করছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নয়া ফিচার আসলে নিয়ম লঙ্ঘন করলে হোয়াটসঅ্যাপ সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নয়া চ্যাট শুরু করতে দেবে না সাময়িক ভাবে। নয়া ফিচার এখনোও পরীক্ষামূলক স্তরে আছে। WaBetaInfo র রিপোর্ট অনুযায়ী, নয়া ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কোনো নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নতুন করে চ্যাট করতে দেবে না সাময়িক ভাবে।

যতবার চ্যাট করতে যাবে ততবার পপ আপ উইন্ডো খুলে যাবে। ব্যবহারকারীকে মেসেজ পাঠিয়ে জানানো হবে কেন তাঁর অ্যাকাউন্ট সাময়িক ভাবে রেস্ট্রিক্ট করা হয়েছে। ব্যবহারকারী যাতে নিজের আচরণ সংশোধন করেন সেটাই আসল উদ্দেশ্য।