ad
ad

Breaking News

jealous

কেউ আপনাকে হিংসে করছে?, আচার ব্যবহার দেখে কীভাবে বুঝবেন

হিংসা, ঈর্ষার শিকার হয়নি জীবনে কখনো এমন মানুষ বিরল

Someone is jealous of you?, how to understand by using rituals

Bangla Jago Desk, Mou Basu : হিংসা, ঈর্ষার শিকার হয়নি জীবনে কখনো এমন মানুষ বিরল। আপনার কাছে তেমন অর্থ, ক্ষমতা না থাকলেও উল্টো দিকের বিত্তবান ক্ষমতাশালী ব্যক্তি আপনাকে হিংসা করতে পারে। ঈর্ষার বশবর্তী হয়ে ভয়ঙ্কর ক্ষতি করে দিতেও পিছপা হয় না। পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, কর্মক্ষেত্রে সহকর্মী, কোনো না কোনো সময় হিংসার শিকার হতে হয়।

কোনো ব্যক্তির আচার ব্যবহার দেখে কীভাবে বুঝবেন সেই ব্যক্তি আপনাকে হিংসে করে?

১) মুখে লোকদেখানো প্রশংসা করবে। কিন্তু সেই কমপ্লিমেন্ট বা প্রশংসার ছলেই নিন্দে করবে। আপনার শারীরিক খুঁত বের করে অন্যের সামনে আপনাকে অপদস্ত করবে। আপনার দুর্বলতা প্রকাশ করে আপনাকে বিপদে ফেলতে চাইবে।





২) আপনার কৃতিত্বকে ছোট করে দেখাতে চাইবে। এমন দেখাবে যাতে আপনাকে কোনো পরিশ্রমই করতে হয়নি এমনি এমনি ফ্লুকেই সব পেয়ে গেছেন।

৩) আপনাকে নকল করবে। আপনার ম্যানারিজম, আপনার পছন্দ অপছন্দ এমনকি পোশাক আশাকও নকল করবে।

৪) আপনার সাফল্য সহ্য করতে পারবে না। কঠোর পরিশ্রম করে আপনি সফল হয়েছেন, এই সহজ সত্যকে মেনে না নিতে পেরে ভাগ্যের জোরে আপনি সফল হয়েছেন, আপনার কোনো কৃতিত্ব নেই। গোটা বিশ্বের সামনে এমনটা তুলে ধরতে চাইবে। নিজেকে বড়ো দেখানো ও আপনিকে হেয় করে ছোট দেখানোতে আত্মপ্রসাদ অনুভব করবে।

৫) আপনার সাফল্যের খবর শুনে, আপনার জীবনের সঙ্গে জড়িত আনন্দদায়ক খবর শুনে অদ্ভুত আচরণ করবে।

৬) আপনার সম্বন্ধে মিথ্যা ভুয়ো খবর ছড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করতে চাইবে। অন্যদের মনে যাতে আপনার বিষয় সন্দেহ তৈরি হয়। সর্বদা সেই চেষ্টা করবে।

৭) আপনার সঙ্গে নিজের মনে মনে নিরন্তর প্রতিযোগিতা চালাবে। যেখানে বিপদ নেই সেই সব ক্ষেত্রে বেছে বেছে আপনাকে সমর্থন করবে। কিন্তু যে সব ক্ষেত্রে আপনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেন সে সব ক্ষেত্রে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পিছপা হবে না।

৮) আপনার ব্যর্থতা, দুঃখে আনন্দ লাভ করবে। আপনার চারপাশে যাতে সর্বদা নেতিবাচকতা ঘিরে থাকে তার চেষ্টা করবে।