ad
ad

Breaking News

Gossip

পরনিন্দা পরচর্চা করেন?, জানেন এর আছে স্বাস্থ্যকর দিকও, চাঞ্চল্যকর তথ্য উঠে এল সমীক্ষায়

কমবেশি সকলেই পিএনপিসি বা পরনিন্দা পরচর্চা করতে অভ্যস্ত। যদিও নিজ মুখে নিজে পরনিন্দা করার কথা স্বীকার করতে চায় না কেউই।

Gossip gossip?, you know it has a healthy side too, sensational information came out in the survey

Bangla Jago Desk, Mou Basu  : কমবেশি সকলেই পিএনপিসি বা পরনিন্দা পরচর্চা করতে অভ্যস্ত। যদিও নিজ মুখে নিজে পরনিন্দা করার কথা স্বীকার করতে চায় না কেউই। কিন্তু পরনিন্দা পরচর্চাকে যতই গালমন্দ করা হোক না কেন, এরও আছে স্বাস্থ্যকর দিক। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন অন্তত ঘণ্টা খানেকের গসিপ বা পরনিন্দা পরচর্চা করা সামাজিক উপকার রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

গবেষণায় দেখা গেছে, কমপক্ষে ঘণ্টা খানেক গসিপ করলে একসঙ্গে অনেক মানুষের সঙ্গে পরিচয় ঘটে। অনেক বেশি করে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জানা যায়। তাছাড়া সামাজিক বন্ধন দৃঢ় হয়। স্বার্থপর লোকজনদের ত্যাগ করে অনেক বেশি করে সহযোগী সমমনস্ক মানুষের সঙ্গে পরিচয় ঘটে। গসিপ বা পরনিন্দা পরচর্চার ইতিহাস কিন্তু ভাষার ইতিহাসের মতোই প্রাচীন। সেই কোন প্রাচীন কাল থেকেই গসিপ আমাদের লোক চিনতে সাহায্য করে। কে বিশ্বাসযোগ্য আর কে নয় তা ভালো করে বোঝা যায় মেলামেশা করলেই।
প্রাচীন ইংরেজি শব্দ godsibb (godparent) থেকে এসেছে গসিপ শব্দ।

কতটা উপকারী গসিপ করা?





১) নিজের অযান্তেই যাকে নিয়ে গসিপ বা পরনিন্দা পরচর্চা করা হচ্ছে তার ভুল ত্রুটি সম্পর্কে জানা যায়। এর থেকে নিজেকেও সংশোধন করা যায়।
২) গসিপের মাধ্যমে নিজের উদ্বেগ, মতামত অন্যকে জানানো যায়।
৩) যাকে নিয়ে গসিপ হচ্ছে তার পাশাপাশি যারা গসিপ করছে তাদের চরিত্র বিশ্লেষণ করার যায় ভালো ভাবে।
৪) মানুষ অনেক বেশি সোশ্যাল বা সামাজিক হয়ে ওঠে