ad
ad

Breaking News

anti-Semitism

 শিক্ষাঙ্গনের প্রতিবাদকে ইহুদিবিদ্বেষ বলে তোপ নেতানিয়াহুর

আমেরকার একাধিক বিশ্ববিদ্যালয় গাজায় ইজরায়েলি সেনার গণহত্যার প্রতিবাদে উত্তপ্ত। বন্ধুদেশ আমেরিকার মাটিতে এহেন ঘটে যাওয়ায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যথেষ্ট পরিমানে  ক্ষুব্ধ।

Top Netanyahu calls school protests anti-Semitism

Bangla Jago Desk : আমেরকার একাধিক বিশ্ববিদ্যালয় গাজায় ইজরায়েলি সেনার গণহত্যার প্রতিবাদে উত্তপ্ত। বন্ধুদেশ আমেরিকার মাটিতে এহেন ঘটে যাওয়ায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যথেষ্ট পরিমানে  ক্ষুব্ধ। ১৯৩০-র দশকে জার্মানিতে ছড়িয়ে পড়ে ইহুদি বিদ্বেষ আবারও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ফিরে আসছে বলে তিনি মনে করছেন।

প্রসঙ্গত, গত অক্টোবর মাস থেকে ইজরায়েল ফৌজের অভিযান চলছে গাজায়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাফ হুঁশিয়ারি, জঙ্গি হামাস নিঃশেষ করা পর্যন্ত তাদের এই অভিযান চলবে। তবে হামাস জঙ্গি ছাড়াও তাদের এই অভিযানে বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে. এই অভিযানের চরম নিনদায় সরব হয়েছে রাষ্ট্রসংঘ সহ একাধিক দেশ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে গাজাতে হামলা করা নিয়ে কড়া বার্তাও দেন। তারপরও নেতানিয়াহু সরকার নিজের লক্ষেই অবিচল।

এই পরিস্থিতিতে গত সপ্তাহেই  একটা বড় অঙ্কের সামরিক সাহায্যের ঘোষণা ইজরায়েলের জন্য করেছে আমেরিকা। তারপর থেকেই ওই দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনপন্থীদের প্রতিবাদ শুরু হয়েছে। গাজায় যুদ্ধ বিরতি থেকে শুরু করে মার্কিন সামরিক সহায়তা প্রত্যাহার সহ নানা ইস্যুতেই পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়। এমনকি ক্লাস বয়কটেরও ডাক দেন পড়ুয়ারা। তবে শিক্ষাক্ষেত্রে এই প্রতিবাদকে ইহুবিদ্বেশ বলে ইজরায়েলপন্থী পড়ুয়ারা দাবি করেন। এবার সেই একই সুর নেতানিয়াহুর গলাতেও। তাঁর কথায়, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে ভয়ঙ্কর পরিস্থিতি। ক্যাম্পাস দখল করছে ইহুদিবিদ্বেষীরা।