ad
ad

Breaking News

Ashiwini Vaishnaw

Ashiwini Vaishnaw: ভারতের ডিজিটাল বিপ্লব বিশ্বকে অনুপ্রাণিত করবে: অশ্বিনী বৈষ্ণব

ভারতে যেভাবে ডিজিটাল বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের আঁচই ছড়িয়ে পড়বে এবার গোটা বিশ্বে

India's digital revolution will inspire the world: Ashwini Vaishnav

Bangla Jago Desk: ভারতে যেভাবে ডিজিটাল বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের আঁচই ছড়িয়ে পড়বে এবার গোটা বিশ্বে। এমনকি, নরেন্দ্র মোদির দেখানো ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন এবার অনুপ্রাণিত করবে বিশ্বের অন্যান্য দেশগুলোকেও। আর জাতিসংঘের বৈঠকে যোগ দিয়ে এবার এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিন তিনি বলেন, ভারতীয় স্ট্যাকের বিকাশ এবং প্রত্যেকের কাছে অ্যাক্সেসযোগ্য ডিজিটাল সরঞ্জামগুলির একটি স্যুট, নাগরিকদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক্সেস করতে, কেওয়াইসি-র খরচ কমাতে এবং ইউপিআই-এর মাধ্যমে ডিজিটাল ট্রানজাকশন করতে সহজভাবে করতে অনেকটাই সহায়তা করেছে। পাশাপাশি, তিনি এও জানান, বর্তমানে ভারত ১৬টি দেশের মধ্যে ৫৫টির-ও বেশি ডিপিআই-এর জন্য একটি বিশ্বব্যাপী সংযোগস্থল স্থাপনেরও উদ্যোগ নিয়েছে। এছাড়াও, বিভিন্ন পাবলিক সেক্টরের উপর নির্ভরশীল প্ল্যাটফর্মগুলোও ব্যবসায় অনেকটা সহায়তা করেছে। এর ফলে, ডিজিটাল পরিষেবাগুলিও উন্নত থেকে উন্নততর হয়েছে।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রুচিরা কাম্বোজ, অমিতাভ কান্ত, জি২০ শেরপা, শরদ শর্মা, পরমেশ্বরন আইয়ার প্রমুখরা। আর সব মিলিয়ে, ডিজিটাল জগতে ভারতের দেখানো পথেই যে বিশ্বের অন্যান্য দেশগুলোও হাঁটতে চলেছে, সেই বিষয়ে আশাবাদী অশ্বিনী বৈষ্ণব।