ad
ad

Breaking News

শৌচাগারে মূত্রত্যাগের পর স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা হবে স্বাস্থ্য

পাবলিক টয়লেট। এই কথাটার সঙ্গে বিশ্যের প্রায় অনেক দেশের শহরবাসী পরিচিত। যা বাড়ির বাইরে বের হওয়া মানুষ গুলির জন্য অত্তন্ত প্রয়োজনিয়

Health will be automatically checked after urinating in the toilet

Bangla Jago TV: পাবলিক টয়লেট। এই কথাটার সঙ্গে বিশ্যের প্রায় অনেক দেশের শহরবাসী পরিচিত। যা বাড়ির বাইরে বের হওয়া মানুষ গুলির জন্য অত্তন্ত প্রয়োজনিয়। সকল উন্নত দেশ তাদের শহরে পাবলিক টয়লেট গুলিকে পথচলতি মানুষ গুলির সুভিদার্থে বসিয়ে থাকে। শহরের ব্যাস্ততম জীবনে সারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসক যদি স্বাস্থ্য পরিক্ষা করতে বলে তবে তার জন্য আলাদা করে সময় বের করা  অসম্ভব না হলোও কোঠিন হয়ে ওঠে। এই বিষয়কে মাথায় রেখে চীন বিশেষ এক পাবলিক টয়লেট চালু করেছে।

চীনের বেইজিং ও সাংহাইয়ের মতো শহরে অত্যাধুলিক পাবলিক টয়লেট বা শৌচাগার চালু করা হয়েছে। এসব শৌচাগারে খুব সহজে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাবস্থা করা রয়েছে। তবে ওই শৌচাগার গুলিতে স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে খরচ করতে হবে ২০ ইউয়ান অর্থ। শৌচাগারে মূত্রত্যাগের পর তা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করা হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক পোস্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মূত্র পরীক্ষা করে শারীরিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন গ্রহণ করা যাবে।

সম্প্রতি সাংহাইভিত্তিক ডকুমেন্টারি পরিচালক ক্রিস্টিয়ান পিটারসেন-ক্লসেন এ ধরনের একটি শৌচাগারের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন। তিনি তাতে লেখেন, একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ২০ ইউয়ানের বিনিময়ে শৌচাগারে মূত্র পরীক্ষার সুযোগ দিচ্ছে।