ad
ad

Breaking News

Female Doctors

পুরুষ ডাক্তারের থেকে মহিলা ডাক্তারদের হাতে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বেশি, উঠে এল সমীক্ষার রিপোর্ট

সমীক্ষায় উঠে এসেছে পুরুষ চিকিৎসকদের হাতে যে সংখ্যক রোগী সুস্থ হন বা বেঁচে উঠতে পারেন তার থেকে মহিলা চিকিৎসকদের চিকিৎসায় আরো বেশি রোগী সহজে সুস্থ হয়ে ওঠেন বা বেঁচে ফেরেন

Female doctors are more likely to survive than male doctors

Bangla Jago Desk : এক চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট সামনে এল। যে রিপোর্ট চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক নয়া তথ্য তুলে ধরেছে। সমীক্ষায় উঠে এসেছে পুরুষ চিকিৎসকদের হাতে যে সংখ্যক রোগী সুস্থ হন বা বেঁচে উঠতে পারেন তার থেকে মহিলা চিকিৎসকদের চিকিৎসায় আরো বেশি রোগী সহজে সুস্থ হয়ে ওঠেন বা বেঁচে ফেরেন। ৭ লক্ষ ৭৬ হাজার রোগী ও রোগীর পরিবারের সদস্যদের নিয়ে এই সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় ৪ লক্ষ ৫৮ হাজার ১০০ জন মহিলার মতামত নেওয়া হয়। অন্যদিকে তিন লক্ষ ১৮ হাজার ৮০০ জন পুরুষের মতামত সংগ্রহ করা হয়। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাদের কাছ থেকে নানান প্রশ্নের উত্তর জানা হয়। সেই উত্তরপত্র নিয়ে চলে গবেষণা। অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন প্রকাশ করেছে সেই সমীক্ষার রিপোর্ট। প্রকাশিত ওই রিপোর্টে দেখা যাচ্ছে, মহিলা চিকিৎসকদের হাতে রোগী সুস্থ হওয়ার বিষয়টি।

সমীক্ষা রিপোর্টে প্রকাশ পেয়েছে রোগীদের মৃত্যুহার মহিলা চিকিৎসকদের হাতে কম। সেই তুলনাই পুরুষ চিকিৎসকদের হাতে মৃত্যুহার বেশি। ওই রিপোর্ট অনুযায়ী, একজন মহিলা চিকিৎসক দ্বারা চিকিৎসা করার সময় মহিলা রোগীদের মৃত্যুরহার ছিল ৮.১৫ শতাংশ। সেখানে একজন পুরুষ চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয়েছিল এমন মৃত্যুহার ৮.৩৮ শতাংশ। আবার মহিলা ডাক্তার দ্বারা চিকিৎসা করানোই পুরুষদের ক্ষেত্রে মৃত্যুর হার ছিল ১০.১৫ শতাংশ। সেখানে একজন পুরুষ চিকিৎসক দ্বারা চিকিৎসা করিয়ে পুরুষদের মৃত্যুর হার ১০.২৩ শতাংশ।

এই গবেষণা অনুযায়ী মহিলা চিকিৎসকরা চিকিৎসার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন এমন তথ্য উঠে এসেছে। মহিলাদের কাছে একজন রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে এই সমীক্ষায় প্রকাশ পেয়েছে। সমীক্ষায় এ উঠে এসেছে মহিলা চিকিৎসকরা যেভাবে যত্ন করে চিকিৎসা করেন তার প্রতিফলন এই সমীক্ষা রিপোর্টে। বিশেষজ্ঞরা বলছেন মহিলা চিকিৎসকরা রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের রেকর্ড দেখে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি গুলো এগিয়ে নিয়ে চলেন। এর প্রতিফলন ঘটে চিকিৎসা ক্ষেত্রে। সমীক্ষার এই রিপোর্ট অনুযায়ী মহিলা ডাক্তার দ্বারা চিকিৎসা করা হলে রোগীদের মারা যাওয়ার বা পুনরায় ভর্তি হওয়ার সম্ভাবনা কম থাকে। মহিলাদের জন্য শতাংশের পার্থক্যকে ক্লিনিক্যালি অর্থবহ বলে মনে করছেন গবেষকরা।