ad
ad

Breaking News

Iraq

ইরাকে ১১ জনের ফাঁসি কার্যকর!‘সন্ত্রাসবাদ’-এ যুক্ত থাকার অপরাধে ফাঁসি

‘সন্ত্রাসবাদ’-এ জড়িত থাকার অপরাধে ১১ জনকে ফাঁসি দিল ইরাক প্রশাসন।  বুধবার সুরক্ষা ও  স্বাস্থ্যসূত্র এই তথ্য জানিয়েছে।  অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘স্বচ্ছতার উদ্বেগজনক অভাব’ থাকার ঘটনায় নিন্দা জানিয়েছে।

11 people have been hanged in Iraq! Hanged for the crime of being involved in 'terrorism'

Bangla Jago Desk : ‘সন্ত্রাসবাদ’-এ জড়িত থাকার অপরাধে ১১ জনকে ফাঁসি দিল ইরাক প্রশাসন।  বুধবার সুরক্ষা ও  স্বাস্থ্যসূত্র এই তথ্য জানিয়েছে।  অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘স্বচ্ছতার উদ্বেগজনক অভাব’ থাকার ঘটনায় নিন্দা জানিয়েছে। ইরাকের আইন অনুযায়ী, সন্ত্রাসবাদ ও হত্যার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ডের ডিক্রিতে প্রেসিডেন্টের স্বাক্ষর থাকতে হয়। সূত্রের খবর, ইরাকে দক্ষিণাঞ্চলীয় ধিকার প্রদেশের নাসিরিয়াহ শহরের একটি কারাগারে ইসলামিক স্টেটের ১১ সন্ত্রাসবাদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদন্ড কার্যকর হওয়ার পর ইরাকের স্বাস্থ্য বিভাগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ জনের দেহ গ্রহণ করেছে।

তবে ইরাকে ফাঁসির সাজা বহুবার দেওয়া হয়েছে। এর আগে ইরাকের রাজধানী বাগদাদে ২০১৬  সালে আত্মঘাতী বোমা হামলার দায়ে তিনজনের মৃত্যদণ্ড কার্যকর করা হয়।  এদিকে ২০১৩ সালে রুহানি সরকার প্রায় ৩ হাজার ৮০০ জনকে প্রাকাশ্যে ফাঁসি দেয়। প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ঘটনায় ব্যাপকভাবে নিন্দার ঝড় ওঠে।

উল্লেখ্য, ২০১৭ সালে ইরাকে ইসলামিক স্টেট বা আইএসের পরাজয়ের পর একযোগে ২১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। অর্থ্যাৎ ইরাকে বহুবার অভিযুক্তদের সবথেকে বড় সাজা ফাঁসির সাজা কার্যকর করা হয়েছে।