Bangla Jago Desk, মৌ বসু : ভারতের কৃষকদের সাহায্য করার জন্য আমেরিকার নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির ড্রিমারস অ্যান্ড ডেটা অর্গানাইজেশনের একদল পড়ুয়া তৈরি করেছেন মাদার নেচার নামে বিশেষ মোবাইল অ্যাপ। এই মোবাইল অ্যাপ তৈরি করেছেন মূলত নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির স্ট্যাটিসটিক্সের ছাত্র শ্রীপদ গান্টি। তাঁকে মোবাইল অ্যাপ তৈরি করতে ডেটা সায়েন্স দিয়ে সাহায্য করেন ড্রিমারস অ্যান্ড ডেটা অর্গানাইজেশনের বাকি পড়ুয়ারা।
কীভাবে কাজ করে মাদার নেচার মোবাইল অ্যাপ?
মাদার নেচার মোবাইল অ্যাপে থাকবে এআই চ্যাটবট। চাষবাসের বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এআই চ্যাটবটকে। মোবাইল অ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন এআইয়ের এপিআই ব্যবহার করবে। কৃষকরা নিজেদের লোকেশন অনুযায়ী আবহাওয়ার লেটেস্ট খবরও পাবেন মাদার নেচার মোবাইল অ্যাপ ব্যবহার করলে।