ad
ad

Breaking News

Germany

বড় সিদ্ধান্ত, গাঁজা চাষে আইনি স্বীকৃতি, ১৮-র ওপর বয়স হলে গাঁজা সেবন করতে পারবেন!

সোমবার থেকেই জার্মান সরকারের তরফে এই আইনগত বৈধতা দেওয়া হয়েছে

Cannabis cultivation is legalized

Bangla Jago Desk : গাঁজা সেবন পুরোপুরি নিষিদ্ধ। অনেক দেশই এই গাঁজা সেবনের ওপর নানানরকম বিধি নিষেধ চাপিয়ে রেখেছে। কিন্তু জানেন কী এমন একটি দেশ আছে যেখানে গাঁজা চাষ আইনি স্বীকৃতি পেয়েছে। এই গাঁজা চাষের আইনি স্বীকৃতি পেতে গেলে আপনাকে যেতে হবে জার্মানিতে। সোমবার থেকেই জার্মান সরকারের তরফে এই আইনগত বৈধতা দেওয়া হয়েছে।

কেন আইনগতভাবে গাঁজা চাষে সবুজ সংকেত দিল জার্মানি ?

জার্মান প্রশাসনের মতে, গাঁজা বেআইনি হওয়ার কারণে তাকে ঘিরে কালোবাজারি বা বেআইনি ব্যবসা হয়। তাতে সরকারের আর্থিক ক্ষতি হয়। তাই গাঁজা চাষ করতে দিলে কৃষকদের মতোই প্রশাসনও লাভবান হবে।





কী রয়েছে জার্মানির নতুন আইনে ?

১. গত মাসেই জার্মানির সংসদে এই গাঁজা চাষের আইনি স্বীকৃতি দেওয়া হয়।

২. এখন থেকে যাঁদের বয়স ১৮বছরের ওপর তাঁরা এই গাঁজা সেবন করতে পারবেন ।

৩. প্রাপ্ত বয়স্করা ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা সেবনের অধিকারী হতে পারবেন ।

তবে গাঁজা চাষ ও গাঁজা সেবনে মুক্ত অধিকার দেওয়া হলেও কিছু বিধিনিষেধ বহাল রেখেছে জার্মান সরকার।

১. স্কুল-কলেজ-স্পোর্টস সেন্টারে গাঁজা সেবন করা যাবে না।

২. ফুটপাথে সকাল ৭টা থেকে রাত ৮ টা পর্যন্ত সেবন করা যাবে না গাঁজা।

৩. একইসঙ্গে জানানো হয়েছে,গাঁজা চাষের উৎপাদক ১ জুলাইয়ের পর সংগঠন গড়তে পারবে।

৪. গাঁজা চাষিদের সংগঠনে ৫০০ জন সদস্য থাকতে হবে।

৫. গাঁজা চাষিদের সংগঠনের সদস্যরা লাভজনক দিকের কথা না ভেবে লেনদেন করতে পারবেন।

৬. কেবল জার্মানির নাগরিকরাই এই সংগঠনের সদস্য হতে পারবেন। অন্য দেশের কেউ সদস্য হতে পারবেন না।

৭. একজন সদস্যকে সর্বাধিক ৫০ গ্রাম গাঁজা এক মাসে কেনার অধিকার দেওয়া হবে।

আরও জানা যাচ্ছে নতুন আইন অনুযায়ী, কেবল ৫ বছরের জন্য শহর এলাকায় গাঁজা বিক্রির লাইসেন্স দেওয়া হবে। রাষ্ট্র নিয়ন্ত্রিত এই ব্যবসায় বিক্রির রাশ থাকবে জার্মান সরকারের হাতে।

এবিষয়ে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটারবচ এক্স হ্যান্ডেলে আবেদন করেছেন,এই যে গাঁজা চাষ ও গাঁজা খাওয়ার অনুমতি দেওয়া হল তা যেন জনগণ দায়িত্বের সঙ্গে কাজে লাগায়। কেউ যেন এর অপব্যবহার না করে। আসলে কালোবাজারি রুখতেই এই আইনগত অনুমতি দেওয়া হয়েছে।