ad
ad

Breaking News

Hyderabad

পাঁচবারের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি, হায়দরাবাদে ব্যারিস্টারের বিরুদ্ধে বিজেপি নৃত্যশিল্পী

অন্যতম লোকসভা কেন্দ্র হল হায়দরাবাদ। যেটি দখলে আছে AIMIM-এর দখলে। সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। এবারও তাঁর বিরুদ্ধে লড়াই বিজেপির।

BJP dances against five-time MP Asaduddin Waisi, barrister in Hyderabad

Bangla Jago Desk : দক্ষিণের নবীন রাজ্য তেলেঙ্গানা। রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এই রাজ্যটি। কয়েক মাস আগে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে কে চন্দ্রশেখর রাওয়ের ‘ভারত রাষ্ট্র সমিতি’-কে হারিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে জমে উঠতে চলেছে এই রাজ্যের ভোট। এই রাজ্যের অন্যতম লোকসভা কেন্দ্র হল হায়দরাবাদ। যেটি দখলে আছে AIMIM-এর দখলে। সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। এবারও তাঁর বিরুদ্ধে লড়াই বিজেপির।

রাজনৈতিক দিক থেকে তেলেঙ্গানা দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। কয়েক মাস আগে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে কে চন্দ্রশেখর রাওয়ের ‘ভারত রাষ্ট্র সমিতি’-কে হারিয়ে এই রাজ্যের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে জমে উঠতে চলেছে তেলেঙ্গানার ভোট। এই রাজ্যের অন্যতম একটি লোকসভা কেন্দ্র হল হায়দরাবাদ। ঐতিহাসিক এই জায়গাটি দখল করতে রাজনৈতিক দলগুলি কম চেষ্টা করেনি। তবে AIMIM-এর কাছে পেরে উঠছে না কোনও দল। ২০০৪ সাল থেকে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি হায়দরাবাদকে AIMIM-এর শক্ত ঘাঁটি হিসেবে তৈরি করেছেন। ওয়াইসির বাবা প্রয়াত সুলতান সালাহউদ্দিন ওয়াইসি হায়দরাবাদ থেকে ৬বার জিতেছিলেন। তারপর আসাদউদ্দিন ওয়াইসি ২০০৪ সাল থেকে এখনও পর্যন্ত হায়দরাবাদের সাংসদ হিসেবে জিতে আসছেন।

প্রতিবার ওয়াইসির জয়ের ব্যবধান বেড়েছে। ২০০৪ সালে এক লাখ ভোট জেতেন। ২০০৯ সালে ব্যবধান বেড়ে দাঁড়ায় ১১.৩ লক্ষ ভোটে। ২০১৪ সালে সেই ব্যবধান হয় ২.০২ লক্ষ। ২০১৯ সালে তিনি জিতেছিলেন ২.৮২ লক্ষ ভোটে৷ প্রতিবার হায়দরাবাদবাসীর আস্থা অর্জন করে নিজের জয়ের ব্যবধান বাড়িয়ে চলেছেন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। বিজেপি এবার তাঁর বিরুদ্ধে প্রার্থী করেছে বিজেপির কক্টরপন্থী নেত্রী মাধবীলতাকে। তিন তালাক ইস্যুতে আন্দোলন করে প্রচারে এসেছিলেন। যিনি আবার পেশায় নৃত্যশিল্পী। ১৯৮০ থেকে হায়দরাবাদ লোকসভা কেন্দ্র মিমের দখলে। ২০০৪ থেকে সেখানে পর পর চারটি ভোটে জিতেছেন আসাদউদ্দিন। গত কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে, ৭০ মুসলিম ভোটাদাতা অধ্যুষিত ওই আসনে মিমের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। এবারও বিজেপি আসাদউদ্দিন ওয়াইসি-কে হারাতে জোর লড়াই চালাচ্ছে। তবে আগেরবারগুলির মতো এবারও বিজেপি খুব একটা কিছু করে উঠতে পারবে না বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শীত-গ্রীষ্ম-বর্ষা আসাদউদ্দিন ভরসা–  এমন একটা মিথ হয়ে গিয়েছে হায়দরাবাদে।