ad
ad

Breaking News

News

News : এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of the Day

Bangla Jago Desk : ১। সপ্তাহের প্রথম দিনেই লোকসভা ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমো। ভোটের প্রচারে জোড়া সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রথম জনসভা করবেন তিনি। বর্ধমান উত্তর বিধানসভা এলাকায় এই সভা হয়। এর পর অভিনেত্রী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করেন তিনি।

২। সোমবার সপ্তাহের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই জোড়া সভা সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথম জনসভা করেন বোলপুর লোকসভায়। সেখান তিনি জনসভা করেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে। এরপর অভিষেক যান হুগলি লোকসভা এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ায় হয় এই জনসভা।

৩। নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলীতে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নদীয়ার কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র সদর মোড় থেকে শুরু করে প্রায় তিল কিলোমিটার পথ রোড শো করেন অমিত সাহ।





৪। প্রকাশিত হলো আই সি এস ই এবং আই এস সি-র রেজাল্ট। আইসিএসই পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ অন্যদিকে ছাত্রদের পাশের হার ৯৩.৩১ শতাংশ, আইএসসি পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৯৮.৯২ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শুরু হয় ICSE বা দশমের বোর্ড পরীক্ষা।

৫। ফুলবাগানে কেএমসি সুইপার কোয়ার্টারে খুন যুবক। নীতীশ রবিদাস ও আকাশ হরি নামে দুই জনের মধ্যে বিবাদ। ছাদে ঘুমানোর সময় নীতিশের বুকে ছুরির কোপ বসায় অশোক। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের।

৬। মালদায় ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মালদা জেলার বৈষ্ণব নগর থানায় এলাকার ঘটনা। বছর ৪৩ এর ওই পুলিশকর্মীর নাম নবীন মুক্তান। বাড়ি দার্জিলিং জেলার লামা রোডের ২২ নাম্বার ওয়ার্ডে।

৭। গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই। বিজয় হালদার ওরফে ভুতম, হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার ১টি ওয়ান সাটার,২টি ৭ এম এম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি।

৮। ভোটের মুখে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ। বোমা ফেটে মৃত এক। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম তিন কিশোর। পান্ডুয়া হাসপাতালে তাদের নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। দুজন আশঙ্কা জনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার তদন্তে হুগলি গ্রামীণ থানার পুলিশ

৯। পূর্ব কলকাতা জলাভূমি এল‌াকায় হোর্ডিংয়ের দাপটের বিষয়টি নিয়ে গত মাসে জাতীয় পরিবেশ আদালতে মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়ল পরিবেশ আদালত।

১০। তীব্র তাপপ্রবাহের পর এবার সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে গোটা রাজ্যেই। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের সবকটি জেলাতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা।

১১। আগেই আপ ছেড়েছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী রাজকুমার আনন্দ। কেজরিওয়ালের দলের বিরুদ্ধে দলিতদের গুরুত্ব নেই এই অভিযোগে দলত্যাগ বলে জানান তিনি। এবার বহু জন সমাজ পার্টিতে যোগদান আনন্দের। প্রার্থী হবেন নয়াদিল্লি আসনে।

১২। ‘যোগ্যতার নিরিখে নয়, আনুগত্যের নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হচ্ছে’, এমনই অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। রাহুলের মন্তব্যের বিরুদ্ধে খোলা চিঠি লিখলেন প্রায় ২০০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। চিঠিতে রাহুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে শিক্ষাবিদদের তরফে।

১৩। আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালালো কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। অফিসে হামলার পাশাপাশি বাইরে রাখা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হল। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে।

১৪। শিলাবৃষ্টির জেরে বিপর্যস্ত মণিপুর। ব্যাপক শিলাবৃষ্টির দিনে রাস্তার উপর জমেছে বরফের চাদর। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা জমি। ভেঙেছে একাধিক পাকা বাড়ি। ক্ষতিগ্রস্তদের প্রশাসনিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর।

১৫। ভারতে তৈরি হওয়া এভারেস্টের মশলায় নাকি বিষ আছে! এমনই অভিযোগ করেছিল সিঙ্গাপুর সরকার। এবার সেই অভিযোগ ওড়াল কেন্দ্রের অধীনস্থ সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস। তারা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে জন সাধারণের কথা মাথায় রেখে মশলাই নিয়ন্ত্রণ রেখে মেশানো হয় কীটনাশক।

১৬। লোকসভা ভোটের মাঝে ফের বিপুল টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবারের ঘটনাস্থল ঝাড়খণ্ডের রাঁচি। সে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব লাল নামে ওই আপ্ত সহায়ককে।

১৭। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল আয়োজকদের। পাকিস্তানের জঙ্গি সংগঠনের তরফ থেকে জঙ্গি হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এটেছে বাবর আজমদের দেশ। হামলার হুমকির পর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার একাধিক শহরে নিরাপত্তা বাড়াচ্ছে আয়োজকেরা।

১৮। লখনৌ সুপারজয়েন্টকে হারিয়ে, পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের সেরা সুনীল নারাইন।১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল কলকাতা। দ্বিতীয় রাজস্থান রয়্যালস।পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম লক্ষ্ণৌ।

১৯। মৃণাল সেনকে জন্ম শতবার্ষিকীর ট্রিবিউট অঞ্জন দত্তের। ‘চালচিত্র এখন’ সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মৃণাল সেন ও অঞ্জন দত্তের মধ্যেকার সম্পর্ক। ট্রেলারেই স্পষ্ট হয়েছে সেই অসমবয়সী বন্ধুত্ব। আর এবার সামনে এল প্রথম গান “একটা দিন”।

২০। ‘হীরামন্ডি’র সেটে জোর ধমক অদিতিকে, রীতিমতো উপোস করিয়ে রেখেছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। কোনও ধরনের খামতি কিংবা গাফিলতি মোটেও পছন্দ নয় সঞ্জয় লীলা ভন্সালীর। এ বার ‘হীরামন্ডি’র শুটিং চলাকালীন অদিতিকে প্রায় উপোস করিয়ে রাখেন তিনি।