ad
ad

Breaking News

News

এক নজরে দিনের সেরা

দিনের সেরা খবর

Best News Of The Day

Bangla Jago Desk : ১। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রাবার ঘাটাল লোকসভায় প্রচারসভা করেন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। ঘাটালের পর মমতা সভা করেন ঝাড়গ্রামে। সেখানকার তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। বিজেপি প্রার্থী প্রনত টুডুর সঙ্গে লড়াই কালীপদের।

২। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ভোটারদের উত্যক্ত করার অভিযোগ। ঘটনাটি রায়গঞ্জ লোকসভার গোয়ালপোখরের গোয়াগন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের। সাময়িক উত্তেজনা ছড়ায় ওই বুথে। কমিশনের অভিযোগ জানায় তৃণমূল। কমিশনের পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক।

৩। সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে বুথের সামনে ‘গো-ব্যাক’ ধ্বনী। পুলিশের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী সুকান্ত। অ্যাকশন রিপোর্ট চাইল কমিশন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তপনে সকাল থেকে উত্তেজনা। তৃণমূল কংগ্রেস কর্মীর দিকে তেড়ে যান বিজেপি প্রার্থী। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতির সামাল দেওবার চেষ্টা করলে বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা।

৪। ভোটের মাঝেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। বোর্ড সূত্রে খবর, পরীক্ষার ৮০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল। আর উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হচ্ছে পরীক্ষা শেষের প্রায় ৭০ দিনের মাথায়। আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিকের ফল বেরবে ৮ মে।

৫। রবিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শহর ও শহরতলীর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ঐদিন অতিরিক্ত মেট্রো চালাবে কর্তৃপক্ষ। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট ১৪০টি ট্রেন চালানো হবে। পরিষেবা শুরু করা হবে সকাল সাড়ে ৮টায়।

৬। শিয়ালদহ স্টেশনে পর্যাপ্ত ফ্যানের অভাবে কাহিল যাত্রীরা। ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল‌্যাটফর্ম সপ্রসারণের কাজের জন‌্য দু’টি হাই ভলিউম লো স্পিড ফ‌্যান খুলে ফেলায় সমস‌্যা বেড়েছে। আগামী দিনে ফ‌্যানের সমস‌্যা মিটিয়ে ফেলা হবে বলে জানান শিয়ালদহের ডিআরএম দীপক নিগম।

৭। চাকরি বাতিল নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এসবের মাঝেই এসএসসির কাছে অযোগ‌্য প্রার্থীদের তালিকা চাইল সিবিআই। জানা গিয়েছে, এর আগেও এসএসসির কাছ থেকে অযোগ‌্য প্রার্থীদের তালিকা নিয়েছিল সিবিআই। কিন্তু হাই কোর্টের নির্দেশের পর ফের নতুন করে অযোগ‌্য প্রার্থীর তালিকা তৈরির প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

৮। ২০২২ সসালের TET পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার বিষয় নিয়ে এবার বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মাথায় রেখে একটি কমিটি গঠনের কথা জানালেন কলকাতা হাইকোর্টের রাজশেখর মান্থা।

৯। পেরোতে হবে মাত্র ২.৪ কিলোমিটার। কিন্তু ওই ‘সামান্য’ পথের মধ্যেই তিন জায়গায় পর পর ধস নেমে গোটা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পকেই অনিশ্চিত করে তুলেছিল। তাই সাবধানে কাজ চলছে বউবাজারে। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে মেট্রোর অসম্পূর্ণ কাজ যত দ্রুত শেষ হবে, তার উপরেই নির্ভর করছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-ফাইভ পর্যন্ত ১৬ কিলোমিটার পথে নিরবচ্ছিন্ন পরিষেবার বিষয়টি।

১০। বৈশাখেই গরমে নাজেহাল রাজ্যবাসী। আপাতত তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই রাজ্যে। বাড়তে পারে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা। রাজ্য জুড়ে বইবে তাপপ্রবাহ। তাপপ্রবাহের জেরে লালা সতর্কতা জারি দক্ষিণবঙ্গে।

১১। ফের সেনা-জঙ্গি গুলির লড়াইতে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। সোপোরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজে জারি সেনার তল্লাশি অভিযান।

১২। টানা কয়েকদিন পতনের পর আবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ার মার্কেট। ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। SBI শেয়ারের দামে নতুন রেকর্ড। প্রথমবার SBI-এর শেয়ার ৮০০ অতিক্রম করেছে। বৃহস্পতিবার SBI ব্যাঙ্কের স্টক ৪.২৩ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৮০৫.৯৫ টাকায় পৌঁছয়। লেনদেনের শেষের দিকে SBI ব্যাঙ্কের শেয়ারগুলি ৫.১২ শতাংশ বেড়ে ৮১২.৭০-তে দাঁড়ায়।

১৩। বিপাকে পড়ল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। এরফলে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সঙ্গে যুক্ত গ্রাহকদের চিন্তা বেড়ে গেল। কারণ রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোন কাজ করতে পারবে না এই ব্যাঙ্ক।

১৪। ১০০ শতাংশ VVPAT স্লিপ মিলিয়ে দেখা হবে না। সমস্ত আবেদন খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট। EVM-এর সঙ্গে VVPAT-এর ১০০ শতাংশ স্লিপ মিলিয়ে দেখার আর্জি নিয়ে মামলা দায়ের হয়েছিল দেশের শীর্ষ আদালতে।

১৫। গাড়ির ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। মুম্বইয়ের অ্যান্টপ এলাকার ঘটনা। দীর্ঘক্ষণ ধরে গাড়ির দরজা বন্ধও থাকার কারণে ভেতরে থাকা ওই দুই শিশু অক্সিজেন পাচ্ছিলনা। যে কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। ঘটনার তদন্তে পুলিশ।

১৬। বিয়ের সময় পাওয়া ‘স্ত্রীধনে’ অধিকার নেই স্বামীর, জানাল সুপ্রিম কোর্ট।’স্ত্রীধন’ স্বামী ও স্ত্রীর যৌথ সম্পত্তি নয়, জানিয়ে দিল শীর্ষ আদালত।

১৭। আল্লু অর্জুনের আসন্ন ছবি ‘পুষ্পা 2: দ্য রুল’ শুরু থেকেই মানুষের মধ্যে প্রচুর আশা জাগ্রত করেছে। সম্প্রতি এও শোনা গিয়েছে, এই ছবিটি মুক্তির আগেই ১২০০ কোটি টাকা আয় করেছে। এখন খবর হল অভিনেতা আল্লু অর্জুনও তাঁর পারিশ্রমিক ব্যাপকভাবে বাড়িয়েছেন ও চার্জ ৩০ শতাংশ বাড়িয়েছেন।

১৮। এবার টাইগার শ্রফকে দেখা গিয়েছে শাহরুখ খান ও অজয় ​​দেবগনকে এলাচের বিজ্ঞাপনে। অক্ষয় কুমারের জায়গায় এসেছেন টাইগার। নতুন এই বিজ্ঞাপনে ঢুকে পড়েছেন আমিরা দস্তুরও। এর আগে বিজ্ঞাপন ঘিরে নানা আলোচনাও হয়েছিল। কেন তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে অভিনেতারা তা নিয়ে প্রশ্ন তুলেছিল ভক্তেরা।

১৯। বিদেশের মাটিতে এবার আয়োজন হতে চলেছে লা লিগা, তেমনই ইঙ্গিত দিলেন লা লিগা সভাপতি জাভিয়ার তেবাস। এর আগে ইউরোপের বিভিন্ন দেশের কাপ টুর্নামেন্ট বিদেশে আয়োজন হলেও, ঘরোয়া লিগ এখন পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি।

২০। আইপিএলে কোনো খেলোয়াড় ভালো পারফর্ম করলেই দাবি উঠছে তাকে বিশ্বকাপে দলের সুযোগ দেওয়ার । তবে  ভালো পারফর্ম করলেই  টি টোয়েন্টি দলে সুযোগ পাওয়াটা যে সহজ হবে না বলেই জানা গিয়েছে।