ad
ad

Breaking News

Share Market

ফের চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্স পেরল ৭৪ হাজারের গণ্ডি

এদিন বাজার খোলার পর ১১০ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছল ২২,৪৪৭তে

Stock market Strong again! Sensex payroll is 74 thousand

Bangla Jago Desk : ফের চাঙ্গা হল শেয়ার বাজার। মঙ্গলবার ৭৪ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। এদিন বাজার খোলার পর ১১০ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছল ২২,৪৪৭তে। বিশ্বযুদ্ধের ভীতি কাটিয়ে খুশির জোয়ার বিনিয়োগকারীদের মধ্যে। বিশ্বে যুদ্ধের কালো মেঘ এই আবহে ধাক্কা খাচ্ছিল শেয়ার বাজার। তবে ইরান ও ইজরায়েলের যুদ্ধের ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খোলার পর ৪০০ পয়েন্ট বেড়ে ৭৪ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স । পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। এদিন বাজার খোলার পর ১১০ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছে গিয়েছে ২২,৪৪৭তে।

রিপোর্ট বলছে, বিএসইর মার্কেট ক্যাপিটাল পৌঁছে গিয়েছে ৪০০ লক্ষ কোটিতে। সবমিলিয়ে খুশির জোয়ার বিনিয়োগকারীদের মধ্যে। অর্থ্যাৎ অতীতের ধাক্কা কাটিয়ে গতি ফিরল শেয়ার বাজারে। সেনসেক্স যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে, ৩০ টি শেয়ারের মধ্যে ২৪ টি শেয়ারের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। যেসব শেয়ারের ব্যাপক বৃদ্ধি পেয়েছে তা হল, এয়ারটেল, এইচসিএল টেক, এনটিপিসি, বাজাজ ফিনান্স, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, টাইটান। পাশাপাশি রেড জোনে রয়েছে এল অ্যান্ড টি, পাওয়ার গ্রিড, অ্যাক্সিস ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।

তবে ৩০টির মধ্যে ২৪ টি শেয়ারের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেলেও বাকি ৬টি শেয়ার রেড জোনে রয়েছে। তবে বাজারের উথ্থানের কারণ বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের ভীতি কাটিয়ে ধীরে ধীরে ক্ষত সারাচ্ছে বিশ্ব বাজার। এরপাশাপাশি সোমবার আমেরিকার শেয়ার বাজার চাঙ্গা ছিল। তারপরদিন ভারতের শেয়ার বাজারও চাঙ্গা হতে দেখা গেল। অর্থ্যাৎ আমেরিকার শেয়ার বাজারের প্রভাব ভারতে এসে পড়ল বিশেষজ্ঞ মহলের অনুমান।