ad
ad

Breaking News

IT Service

১০ হাজারের বেশি ফ্রেশার নিয়োগের পরিকল্পনা আইটি ফার্ম এইচসিএলটেকের

তারা ১০০০০ এর বেশি ফ্রেশার নিয়োগ করতে চলেছে।

IT firm HCLTech plans to hire more than 10,000 freshers

Bangla Jago Desk : আইটি পরিষেবা প্রদানকারী অন্যতম সংস্থা এই সি এলটেক। তারা ১০০০০ এর বেশি ফ্রেশার নিয়োগ করতে চলেছে। ২০২৩-২৪ অর্থ বর্ষের জন্য এই পরিকল্পনা সংস্থাটির। গত বছরের মতো নিয়োগের কৌশল মেনে এই ফ্রেশার নিয়োগ হবে। গত অর্থবর্ষে এই সংস্থাটি ১২ হাজার ১৪১ জন ফ্রেশার নিয়োগ করেছিল। আরো ১০ হাজার নিয়োগের পরিকল্পনা।

এইচসিএলটেকের মুখ্য জনসংযোগ আধিকারিক রামচন্দ্রন সুন্দররাজন জানান, সংস্থার নির্দিষ্ট নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। FY ২৫ এর জন্য নতুন সংযোজন হিসাবে এই নিয়োগ। তিনি আরও বলেন, নতুন ফ্রেশার দের ক্যাম্পাসের চাহিদা অনুযায়ী ব্যবহার করা হবে। সংস্থার সঙ্গে চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ হবেন তারা। মেয়াদ শেষ হলে তাদের দক্ষতা অনুযায়ী নতুন করে চুক্তিবদ্ধ হতে পারবেন। সমস্যার মুখ্য জনসংযোগ আধিকারি জানিয়েছেন এটি তাদের ধারাবাহিক প্রয়াস।

নতুন নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে তাদের নজর থাকে। আইটি সেক্টরকে আরো শক্তিশালী ও সঙ্ঘবদ্ধ করতে সক্ষম হবে তারা। সংস্থার কাজে আরো গতি আনতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন এই সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক।