ad
ad

Breaking News

South 24 Parganas

Snake Bite : জীবন্ত সাপ হাতে হাসপাতালে গৃহবধূ! ঘটনা জানলে চমকে যাবেন আপনিও

রপর ওই বধু তাঁর পরিবারের সদস্যদের ঘুম ভাঙিয়ে ঘটনার কথা বলেন।পরিবারের সদস্যরা বিছানা থেকে জীবন্ত কালাচ সাপটি উদ্ধার করে।

The housewife arrived at the hospital with a live snake in her hand

নিজস্ব চিত্র

Bangla Jago Desk : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : পর পর দুবার বিষধর সাপের কামড় দেওয়ায়, জীবন্ত সাপ ধরে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন বধু। এক গৃহবধুর হাতে জীবন্ত সাপ দেখে স্তম্ভিত হয়ে যায় হাসপাতালের অন্যান্য রোগী, রোগীর পরিবার পরিজন সহ চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত গঙ্গাধরপুর গ্রামে। বর্তমানে ওই বধু ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

[ আরও পড়ুন : Jamai Sasthi 2024 : জামাইকে ঠান্ডা রাখতে ফ্যান কেনার ভিড় সিউড়িতে ]

স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, কুলতলি থানার অন্তর্গত গঙ্গাধরপুর গ্রামের বধু পূর্ণিমা হালদার। মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন। ভোর নাগাদ ঘুম থেকে উঠে তাঁর স্বামী কাজে গিয়েছিলেন। গৃহবধুর অলক্ষ্যে একটি কালাচ সাপ আমচকা বধুর বিছানায় ঢুকে পড়েছিল।বধুকে পর পর দুবার কামড় দেয়। সাপে কামড় দিয়েছে বুঝতে পারেন।

[ আরও পড়ুন : Mamata Banerjee: নতুন করে আবাসের সমীক্ষা করবে রাজ্য, প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর ]

এরপর ওই বধু তাঁর পরিবারের সদস্যদের ঘুম ভাঙিয়ে ঘটনার কথা বলেন।পরিবারের সদস্যরা বিছানা থেকে জীবন্ত কালাচ সাপটি উদ্ধার করে। একটি কৌটোয় ভরে ফেলেন।জীবন্ত সাপ নিয়ে ওই বধুকে জামতলার কুলতলি-জয়নগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।সাপ দেখে চিকিৎসকরা ওই বধুর চিকিৎসা শুরু করেন।মুহূর্তে ওই বধুর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ওই বধুকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। পরিবারের লোকজন বারুইপুর হাসপাতালে না গিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে হাজীর হয়। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা যুদ্ধকালীন তৎপরতায় ওই বধুর চিকিৎসা শুরু করেন। তাঁকে সাপে কামড়ানো প্রতিষেধক এভিএস ৫০ টি দেওয়া হয়।শারীরিক পরিস্থিতির অবনতি হলে সিসিইউতে স্থানান্তরিত করে চিকিৎসকরা।