ad
ad

Breaking News

Jhargram

তীব্র গরমে রক্ত সঙ্কট মেটাতে রক্তদান পুলিশের

তীব্র গরমে রক্ত সঙ্কট মেটাতে রক্তদান পুলিশের। জঙ্গলমহলে ফের পুলিশের মানবিক রূপ। তীব্র তাপদাহের রক্তের সংকট মেটাতে রক্তদান করলেন পুলিশ কর্মীরা।

Police blood donation to meet blood crisis in intense heat

Bangla Jago Desk,দেবব্রত বাগ , ঝাড়গ্রাম: তীব্র গরমে রক্ত সঙ্কট মেটাতে রক্তদান পুলিশের। জঙ্গলমহলে ফের পুলিশের মানবিক রূপ। তীব্র তাপদাহের রক্তের সংকট মেটাতে রক্তদান করলেন পুলিশ কর্মীরা। মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের ভূমিকা অনস্বীকার্য। বিভিন্ন অপারেশন এবং চিকিৎসার প্রয়োজনে দরকার রক্ত।

তবে বর্তমানে তীব্র দাবদাহ রক্তের সংকট দেখা দিচ্ছে সর্বত্র। সেই কারণে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিশ। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের ব্লাড ব্যাংকগুলিতে ইতিমধ্যে দেখা দিয়েছে রক্তের সংকট, যার কারণে বেশিরভাগ রোগীর পরিবারদের নাজেহাল হতে হচ্ছে। পড়তে হচ্ছে সমস্যায়। এ মত পরিস্থিতিতে ঝাড়গাম জেলার বেলিয়াবেড়া থানার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর ২ নম্বর ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে এদিন এই রক্তদান শিবির আয়োজিত হয়।

এদিনের এই রক্তদান শিবিরে বেলিয়াবেড়া থানার মোট ৬০ জন পুলিশ কর্মী রক্তদান করেন। এদিন পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। গোপীবল্লভপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের এই পুলিশের রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন এই রক্তদান চলাকালীন উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিডিও, ব্লকের বিএমওএইচ, বেলিয়াবেড়া থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।