ad
ad

Breaking News

WBCHSE

WBCHSE : আজ অর্থাৎ বুধবার চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, বেলা ১ টা থেকে শুরু হবে আনুষ্ঠানিক ঘোষণা

এরপর দুপুর তিনটা থেকে বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষার্থীরা দেখতে পাবেন তাদের রেজাল্ট।

Today i.e. Wednesday, the result of higher secondary of this year will be published, the official announcement will start from 1 pm

Bangla Jago Desk : আজ অর্থাৎ বুধবার চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। দুপুর একটা নাগাদ শুরু হবে উচ্চমাধ্যমিক শিক্ষার সংসদের আনুষ্ঠানিক প্রক্রিয়া। এরপর দুপুর তিনটা থেকে বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষার্থীরা দেখতে পাবেন তাদের রেজাল্ট। সংসদ সুত্রে খবর, আজ অর্থাৎ ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলেও মার্কশিটের হার্ডকপি পাওয়া যাবে ১০ মে থেকে। অর্থাৎ শুক্রবার সকাল ১০ টা থেকে মার্কশিট এবং শংসাপত্র পরীক্ষার্থীদের দিতে পারবে স্কুলগুলি। এবছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে শুরু হয়েছিল প্রথম পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ। ২৩৪১ টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হয়েছিল।

বুধবার বেলা ৩টে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অনলাইনে তাঁদের ফল দেখতে পারবেন। যে সব ওয়েবসাইটে ফল দেখা যাবে সেগুলি হল—

https://wbresults.nic.in, www.results.shiksha, www.indiaresults.com, www.jagranjosh.com, www.technoindiagroup.com, https://wb12.abplive.com, https://indianexpress.com, https://aajkaal.in, https://bangla.hindustantimes.com, https://www.indiatoday.in/education-today/results, https://www.fastresult.in, https://www.sangbadpratidin.in, https://timesofindia.indiatimes.com।





এছাড়াও গুগল প্লে স্টোর থেকে WBCHSE Results app ডাউনলোড করে নিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে। তবে দিনের দিন অর্থাৎ বুধবারই পরীক্ষার্থীরা পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন না। ১০ মে সকাল ১০টা বিভিন্ন ক্যাম্প থেকে তা স্কুল কর্তৃপক্ষের হাতে বিতরণ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুল থেকে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।