ad
ad

Breaking News

Siliguri

ভারতে প্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে মৃত্যু ২ যুবকের

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মানগছে বিএসএফের গুলিতে মৃত্যু দুই বাংলাদেশি যুবকের।

Attempting to enter India, BSF shot dead 2 youths

Bangla Jago Desk: ফের সাফল্য পেল শিলিগুড়ি (siliguri) থানার পুলিশ  । শিলিগুড়ি (siliguri) মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মানগছে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু দুই বাংলাদেশি যুবকের । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। সূত্রের খবর এদিন সকালে স্থানীয়রা সীমান্ত এলাকায় ওই দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশ  ও বিএসএফকে।

[ আরও পড়ুন : থাইল্যান্ডে বৈধ গাঁজার ‘বিনোদনমূলক’ ব্যবহার নিষিদ্ধের পথে]

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও বিএসএফের আধিকারিকরা। এরপর মৃতদেহটি দুটি উদ্ধার করে নিয়ে যায় তারা। সূত্রের খবর ওই দুই যুবক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে বিএসএফের জাওয়ানরা গুলি চালায়। সেই গুলিতেই মৃত্যু হয় দুই যুবকের।





ওই দুই যুবকের উদ্দেশ্যে ছিল সীমান্ত পেরিয়ে এসে গরু পাচারকারীদের মদত করা। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এছাড়া, পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য স্থানিয় হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর দেহ গুলিকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । এছাড়া এই ঘটনায় চিন্তিত জেলা প্রশাসন । করা নিরাপত্তা বর্ডারে থাকার পরেও এমন ঘটনা কীভাবে হচ্ছে সেই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে । উল্লেখ্য পুলিশের তরফ বর্ডারে আরও নিরাপত্তা বাড়ানো হবে বলে জানানো হচ্ছে । এছাড়া , এই ঘটনার পরেই গোটা এলাকায় শোরগোল সৃষ্টি হয়েছে।