ad
ad

Breaking News

large shares

বড় ধস শেয়ারে, মাথায় হাত লগ্নিকারীদের

বুধবার বড়সড় ধস নামল শেয়ারবাজারে। একদিনেই ৯০৬ সূচক কমেছে সেনসেক্সের। নিফটি কমেছে ৩৩৮ পয়েন্ট।

In large shares, hands on the head smellers

Bangla Jago Desk : বুধবার বড়সড় ধস নামল শেয়ারবাজারে। একদিনেই ৯০৬ সূচক কমেছে সেনসেক্সের। নিফটি কমেছে ৩৩৮ পয়েন্ট। বিনিয়োগকারীদের পকেট থেকে কয়েক ঘন্টায় গায়েব হয়ে গিয়েছে ১৩ লক্ষ কোটি টাকার বেশি। শেয়ারবাজারে ধসে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন দুই শীর্ষ ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি। তার মধ্যে আদানি ৬৬ হাজার কোটির বেশি টাকা খুঁইয়েছেন। আর মুকেশ আম্বানি খুঁইয়েছেন ৩০ হাজার কোটি টাকার বেশি সম্পদ। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী বন্ড নিয়ে প্রকৃত তথ্য সামনে আসার পরে ক্ষতির মুখে পড়থে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঘনিষ্ঠ’ দুই গুজরাতি ব্যবসায়ী।

এদিন গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রিন এনার্জি সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। সংস্থার শেয়ারমূল্য এক ধাক্কায় ৮.৩৩ শতাংশ হ্রাস পেয়েছে। ওই সংস্থার প্রতি শেয়ারের মূল্য কমেছে ১৫৮ টাকার বেশি। আদক্ষানি এন্টারপ্রাইজেসের শেয়ারমূল্য কমেছে ২১২ টাকা ৭০ পয়সা। আদানি টোটালের শেয়ারমূল্য কমেছে ৯.১৪ শতাংশ বা ৮৮ টাকা ২০ পয়সা। এদিন শেয়ারবাজারে বিপুল ক্ষতির মুখে পড়ে ৮ বিলিয়ন ডলারের মতো সম্পদ খুঁইয়েছেন গৌতম আদানি।

এদিন শেয়ারবাজারে ধসে সম্পদ খোয়ানোর হাত থেকে রেহাই পাননি মুকেশ আম্বানিও। তার মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারমূল্য কমেছে ২.৬৩ শতাংশ। অর্থা‍ৎ প্রতি শেয়ারের দাম কমেছে ৭৭.৬৫ টাকা। জিও ফিনান্সিয়াল সার্ভিসের শেয়ারও ভরাডুবির মুখে পড়েছে। একদিনেই ৯.২৪ শতাংশ কমেছে শেয়ারের দাম। রিলায়েন্সের একাধিক সংস্থার শেয়ারমূল্যে ধস নামায় একদিনেই ৩.২ বিলিয়ন ডলারের সম্পদ খুঁইয়েছেন ধীরুভাই পুত্র।