ad
ad

Breaking News

ED

ED : ৩২ কোটি টাকা উদ্ধার উদ্ধারের জের, গ্রেফতার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীবলালকে

Bangla Jago Desk : ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচীবের পরিচারকের ফ্ল্যাট থেকে সোমবার ৩২ কোটি টাকা উদ্ধার করে ইডি। সেই ঘটনাতেই এবার ইডির পদক্ষেপে গ্রেফতার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীবলালকে। গত বছরই গ্রামোন্নয়ন দফতরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ঝাড়খণ্ডে। সেই মামলার তদন্তে নেমে গত ফেব্রুয়ারীতে এই দফতরের চিফ ইঞ্জিনিয়র বীরেন্দ্র কে রামকে […]

Jharkhand minister Alamgir Alam's private secretary Sanjibalal arrested

Bangla Jago Desk : ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচীবের পরিচারকের ফ্ল্যাট থেকে সোমবার ৩২ কোটি টাকা উদ্ধার করে ইডি। সেই ঘটনাতেই এবার ইডির পদক্ষেপে গ্রেফতার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীবলালকে।

গত বছরই গ্রামোন্নয়ন দফতরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ঝাড়খণ্ডে। সেই মামলার তদন্তে নেমে গত ফেব্রুয়ারীতে এই দফতরের চিফ ইঞ্জিনিয়র বীরেন্দ্র কে রামকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। বিপুল টাকা নয়ছয়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার পর অর্থিক তছরুপ মামলার তদন্তে সোমবার সকাল থেকে রাঁচির একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি আধিকারিকরা। সেই তল্লাশির তালিয় নাম ছিল ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের একটি ফ্ল্যাট। উদ্ধার হয় ৩২ কোটি টাকা। সেই পাহাড় প্রমান নোটের বান্ডিল ঢাঁই করে রাখা অবস্থায় রয়েছে। নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন।

মন্ত্রীর সচিবের বাড়িতে থাকা সেই গুপ্তধনের ভাণ্ডার চলে আসে গোটা দেশের সামনে। পরে আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে, ৩ কোটি টাকা। সব মিলিয়ে ৩৫.২৩ কোটি টাকা উদ্ধার হয়। ইডি অনুমান করে এই উদ্ধার হওয়া টাকার সঙ্গেই যোগ রয়েছে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের আর্থিক দুর্নীতির।  সেই মামলারই তদন্তে নামে ইডি। মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় সঞ্জীব লালকে।