ad
ad

Breaking News

Gardenrich case

গার্ডেনরিচ কাণ্ডে এবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন

গার্ডেনরিচ কাণ্ডে এবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন।মেয়রের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে ৭জন সদস্য রয়েছেন। কমিটিতে রয়েছেন  পুর আধিকারিক থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

A high-level committee has been formed in the Gardenrich case

Bangla Jago Desk: গার্ডেনরিচ কাণ্ডে এবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন।মেয়রের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে ৭জন সদস্য রয়েছেন। কমিটিতে রয়েছেন  পুর আধিকারিক থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুরসভার কমিশনার ধবল জৈন নির্দেশ দিয়েছেন ৭দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে মেয়র ফিরহাদ হাকিমের কাছে।  

কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার। তাঁর নেতৃত্বে মোট ৬ জন প্রতিনিধি এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করবেন। এই ৬ জন প্রতিনিধি হচ্ছেন — সিভিল বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা, কলকাতার বি এল আর ও, কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মুগ্ধা চক্রবর্তী।

 বহুতল বিপর্যয় প্রাণ কেড়েছে ১১ জনের। এখনও আহতরা চিকিৎসাধীন হাসপাতালে। এবার তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী থেকে মেয়র প্রত্যেকেই বেআইনি নির্মাণ বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন।গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রোমোটারকেও। এবার বহুতল নিয়ে বড়সড় ব্যবস্থা নিতে পারে কলকাতা পুরসভা। সেইমতো কমিটি অনুসন্ধান চালিয়ে রিপোর্ট জমা দিতে তত্পরতা শুরু করতে চায়।