ad
ad

Breaking News

Paris Olympics 2024

আর ঠিক ৪ মাসের অপেক্ষা, এবারের প্যারিস অলিম্পিক্সে কোন দুই প্রবীন অ্যাথলিটকে বিরল সম্মান দেওয়া হবে?

টেবিল টেনিস প্লেয়ার শরৎ কমল এবং ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম কে দেখা যাবে

Which two senior athletes will be given special honor in this year's Paris Olympics?

Bangla Jago Desk : আর ঠিক  মাস চারেকের অপেক্ষা। তারপরেই শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বা অলিম্পিক্সের। এবারের অলিম্পিক্সে দুই প্রবীন অ্যাথলিটকে দেওয়া হলো বিশেষ সম্মান । টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল ও বক্সার মেরিকম ব্ইবেন ভারতের পতাকা । আর কয়েকটা মাসের অপেক্ষা তার পর প্যারিসে হতে চলেছে অলিম্পিক্সের আসর । এবার একেবারে অন্য রকম ভাবে হতে চলেছে এই অলিম্পিক্স ।  ১২৪ বছরের আধুনিক অলিম্পিক্সেও  কখনও হয়নি । গোটা বিশ্বের নজরে রয়েছে এ এই অলিম্পিক্স । জুলাই এ হতে চলা এই  অলিম্পিক্সে দুই প্রবীণ এক মিনিট কে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া হচ্ছে বিশেষ সম্মান।

একজন বইবেন ভারতের ভারতের পতাকা আর একজন হবেন শেফ দ্য মিশন। টেবিল টেনিস প্লেয়ার শরৎ কমল এবং ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম কে দেখা যাবে। টোকিও গেমসে ভারতীয়রা দুরন্ত ফর্মে ছিলেন ।  সেই লক্ষ্য নিয়ে যাবেন এবারের প্রতিযোগিরা । আর তাদের সামনে শরৎ – মেরীরা হয়ে উঠবেন অনুপ্রেরণার ।  নির্বাচকদের তরফ থেকে শরৎকে নির্বাচিত করার পর তিনি বলেছেন,  এটা তার  পঞ্চম অলিম্পিক । কেরিয়ারের শেষ অলিম্পিক্স হতে চলেছে এটাই ।

আর এই শেষ অলিম্পিক্সে এটা তার কাছে অবিস্মরণীয় সম্মান হতে চলেছে। খুব বেশি টিটি প্লেয়ার এরকম সম্মান পাননি তিনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোন পেয়েছেন ।  প্রথমে তিনি বিশ্বাস্ই করতে পারেননি । এদিকে পি টি ঊষা বলেছেন প্যারিস অলিম্পিক্সে এক ঝাঁক যোগ্য  কর্তাদের হাতে পুরো টিমকে সঁপে দেওয়ার সুযোগ পাওয়া গিয়েছে। এবার উদ্যোক্তাদের তরফে থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ।  এবার মহা সমারোহে  হতে চলেছে এই উদ্বোধনী অনুষ্ঠান । যদিও তা আর কোনও স্টেডিয়ামে হবে না । একেবারে নদীর উপরে হতে চলেছে ।   বেছে নেওয়া  হয়েছে স্যেন নদীকে , ২০৬ দেশের প্রায় সাড়ে দশ হাজার প্রতিযোগিকে  নদীর বুকে ঘোরানো হবে বলে জানা গেছে  ।