ad
ad

Breaking News

Paris Olympics

প্যারিস অলিম্পিক্সের টিকিট পেলেন ভিনেশ, অনসু, রীতিকা

ভারতীয় কুস্তিতে বিগত কয়েক মাস ধরেই অস্বস্তিকর পরিস্থিতি জারি রয়েছে ।কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষন শরণ শর্মার বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ করেছিল মহিলা কুস্তিগীরেরা।

Vinesh, Ansu, Ritika got tickets for Paris Olympics

Bangla Jago Desk : ভারতীয় কুস্তিতে বিগত কয়েক মাস ধরেই অস্বস্তিকর পরিস্থিতি জারি রয়েছে ।কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষন শরণ সিং বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ করেছিল মহিলা কুস্তিগীরেরা। সেই নিয়ে দীর্ঘদিন ভারতীয় কুস্তির জগত তোলপাড় ছিল।

এরপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। সামনেই রয়েছে প্যারিস অলিম্পিক্স ২০২৪। এই আন্দোলনের ফলে প্যারিস অলিম্পিক্সে ভারতীয় কুস্তি প্রভাবিত হবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ ছিল। তবে এরই মাঝ্র সেই সন্দেহর আবহ চিত্র কে একদম খুশির আবহে বদলে দিয়েছেন তিন ভারতীয় কুস্তিগীর। শনিবার প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করেছেন আন্দোলনকারীদের নেতৃত্ব দানের অন্যতম প্রধান ভিনেশ ফোগাট, অনসু মালিক এবং রীতিকা হুডা।

এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সের এবারের আসর বসেছে কিরগিজস্তানের বিসখেকে। সেখানে বিসখেকে অনুষ্ঠিত হচ্ছে এই আসর। অলিম্পিক গেমসে ভারত তার কোটায় এখন পর্যন্ত চারটি জায়গা পূরণ করতে সক্ষম হয়েছে। শনিবারেই যার মধ্যে তিনটি নিশ্চিত করেছে। এই তিন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট, অনসু মালিক এবং রীতিকা হুডা এদিন অনবদ্য ফর্মে ছিলেন। তাদের নিজ নিজ বাউটে তাদের প্রতিপক্ষকে তারা দাঁড়াতেই দেননি। বিসখেকে প্রতিটি ওজন বিভাগে প্যারিস অলিম্পিকে যাওয়ার দুটি করে কোয়ালিফিকেশন স্পট ছিল। সেখানেই বাজিমাত তিন ভারতীয় কুস্তিগীরের।