ad
ad

Breaking News

Olympics

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন প্রিয়াঙ্কা-অক্ষদীপ

Bangla Jago Desk : আবার ও প্যারিস অলিম্পিকসে যাওয়ার ছাড়পত্র জোগাড় করলেন দুই ভারতীয়।তারা হলেন প্রিয়াঙ্কা গোস্বামী এবং অক্ষদীপ সিংহ । এবারের অলিম্পিক্সে ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে আয়োজন করা হচ্ছে। সেই বিভাগে এবার সুযোগ পেলেন প্রিয়াঙ্কা গোস্বামী ও অক্ষদ্বীপ সিংহ। রবিবার তুরস্কের আন্তালিয়া শহরে ওয়ার্ল্ড রেস ওয়াকিং টিম চ্যাম্পিয়নশিপে ১৮ নম্বরে শেষ করে ভারতীয় […]

Priyanka-Akshadeep qualified for the Olympics

Bangla Jago Desk : আবার ও প্যারিস অলিম্পিকসে যাওয়ার ছাড়পত্র জোগাড় করলেন দুই ভারতীয়।তারা হলেন প্রিয়াঙ্কা গোস্বামী এবং অক্ষদীপ সিংহ । এবারের অলিম্পিক্সে ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে আয়োজন করা হচ্ছে। সেই বিভাগে এবার সুযোগ পেলেন প্রিয়াঙ্কা গোস্বামী ও অক্ষদ্বীপ সিংহ।

রবিবার তুরস্কের আন্তালিয়া শহরে ওয়ার্ল্ড রেস ওয়াকিং টিম চ্যাম্পিয়নশিপে ১৮ নম্বরে
শেষ করে ভারতীয় এই জুটি। আন্তালিয়া শহরের ওয়ার্ল্ড রেস ওয়াকিং টিম চাম্পিয়নশিপে মোট ৬৭ টি দল অংশগ্রহণ করেছিল। তার মধ্যে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা ও অক্ষদীপ।

আর এই সফলতার পর প্রিয়াঙ্কা বলেছেন তারা যেহেতু প্রথমবার এই সফলতা অর্জন করছেন তাই সে দিক থেকে বিচার করলে বেশ ভালোই পারফরম্যান্স তাদের তরফ থেকে করা হয়েছে। যোগ্যতা অর্জন করতে পেরে তিনি ভীষণ খুশি, কারণ প্রত্যেক প্রতিযোগী চান অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে এবং অলিম্পিক্সে পারফর্ম করতে। সে স্বপ্ন পূরণ হওয়ার পর তিনি ভীষণ খুশি বলেই জানিয়েছেন। তাছাড়া এবার অলিম্পিক্সের দলের সংখ্যা কম তাই ভালো পারফর্ম করতে পারবেন বলে মনে করছেন প্রিয়াঙ্কা। এমনকি জয়ের চেষ্টাও তিনি করবেন।