ad
ad

Breaking News

César Luis Menotti

César Luis Menotti : প্রয়াত কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তি, শোক প্রকাশ লিওনেল মেসির

সামাজিক মাধ্যমে শোক প্রকাশ লিওনেল মেসির

Lionel Messi mourns the death of legendary coach Cesare Luis Menotti

Bangla Jago desk : প্রয়াত আর্জেন্টিনাকে ১৯৭৮ এর বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তি। এক্স’ হ্যান্ডলে মেনোত্তির মৃত্যুর খবর জানিয়ে এএফএ। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ লিওনেল মেসির ।

না ফেরার দেশে আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর সংবাদ জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।এক্স’ হ্যান্ডলে মেনোত্তির মৃত্যুর খবর জানিয়ে এএফএ লিখেছে, ‘বিদায় প্রিয় ফ্লাকো!’।লিওনেল মেসির জন্মশহর রোজারিওতে ১৯৩৮ সালে মেনোত্তির জন্ম। খেলোয়াড়ি জীবনে স্ট্রাইকার পজিশনে খেলা মেনোত্তি ১৯৬৩ থেকে ১৯৬৮ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১১ ম্যাচ খেলে ২ গোল করেন। খেলা ছাড়ার পর ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে ১১টি ক্লাব ও দুটি দেশের জাতীয় দলের কোচের ভূমিকা পালন করেছেন। ১৯৭৪ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ছিলেন নিজের দেশ আর্জেন্টিনার কোচের দায়িত্বে। ১৯৯১–১৯৯২ সালে সামলেছেন মেক্সিকো জাতীয় দলকে। আর্জেন্টিনাকে ঘরের মাঠে ১৯৭৮ বিশ্বকাপ জিতিয়ে চিরস্মরণীয় হয়ে আছেন মেনোত্তি।

মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি লিখেছেন, আর্জেন্টিনার ফুটবলের অন্যতম গ্রেট তাদের ছেড়ে চলে গেছেন। তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান। ১৯৮৩ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়ে দুই মরসুমে দুটি কাপ জেতেন মেনোত্তি। মারাডোনা তখন তাঁর অধীনে বার্সাতেই খেলতেন। তাঁর মৃত্যুতে ইনস্টাগ্রামে কাতালান ক্লাবটি লিখেছে, প্রাক্তন কোচ সিজার লুইস মেনোত্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বার্সেলোনা। শান্তিতে ঘুমান।