ad
ad

Breaking News

ISRAEL PARIS OLYMPICS

ইজরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না, জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও ইজরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না, জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

Israel will not be banned, the International Olympic Committee announced

Bangla Jago Desk : ইজরায়েল–ফিলিস্তিন দ্বন্দ্ব আর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও ইজরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না, জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলি বাহিনীর নৃশংসতায় প্রতিবাদমুখর বিশ্ব। খেলার জগৎও এর বাইরে নয়। অনেকেই গাজায় নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ ইজরায়েলকে ক্রীড়াঙ্গনে নিষিদ্ধের দাবিও তুলেছেন। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গত শুক্রবার জানিয়ে দিয়েছে, ২০২৪ প্যারিস অলিম্পিকে ইজরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। সংস্থাটি মনে করে, গাজায় ইজরায়েল–ফিলিস্তিন দ্বন্দ্ব আর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন বিষয়।

তাই রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও ইজরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না। অলিম্পিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানতে তিন দিনের সফরে প্যারিসে গিয়েছেন আইওসির সমন্বয় কমিটির প্রধান পিয়েরে-অলিভিয়ের বেকার্স-ভিউজা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন,  ইজরায়েলের  উপর নিষেধাজ্ঞার দাবি অগ্রহণযোগ্য।

রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়া হলেও কেন ইজরায়েলকে নয়, সেটার কারণও ব্যাখ্যা করেছেন বেকার্স-ভিউজা, আইওসি প্রাথমিকভাবে রাশিয়াকে এবং তারপর রাশিয়ান অলিম্পিক কমিটিকে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটার কারণ খুবই স্পষ্ট। আগে রাশিয়া এবং সম্প্রতি আরওসি অলিম্পিক সনদের অপরিহার্য অংশগুলোর মর্যাদা ক্ষুণ্ন করেছে। ফিলিস্তিন অলিম্পিক কমিটি বা ইজরায়েল অলিম্পিক কমিটির ক্ষেত্রে ব্যাপারটা সে রকম নয়। তারা শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সহাবস্থানে আছে। তাই এটা একদম পরিষ্কার যে দুটি পরিস্থিতি ভিন্ন।