ad
ad

Breaking News

EPL MATCH

EPL MATCH : ইংলিশ প্রিমিয়ার লিগে অভিনব উদ্যোগ, রেফারির মাথায় ব্যবহার করা হবে রেফ ক্যাম

ম্যাচ চলাকালীন কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আম্পায়ার ম্যাচ পরিচালনা করেন তা তুলে ধরা হবে রেফ ক্যামের ভিডিওর মাধ্যমে।

In a novel initiative in the EPL, the ref cam will be used on the referee's head

Bangla Jago Desk : ইংলিশ প্রিমিয়ার লিগে অভিনব উদ্যোগ। রেফারির মাথায় রেফ ক্যামের ব্যবহার। রেকর্ড হওয়া ভিডিও দেখানো হবে বছর শেষের বিশেষ একটি অনুষ্ঠানে। ম্যাচ চলাকালীন কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আম্পায়ার ম্যাচ পরিচালনা করেন তা তুলে ধরা হবে রেফ ক্যামের ভিডিওর মাধ্যমে। বিশ্ব ফুটবলের এই উদ্যোগে খুশি ফুটবলপ্রেমীরা।

বিশ্ব ফুটবল সাক্ষী থাকলো এক অভিনব ঘটনার। ক্রিকেট মাঠে আম্পায়ারের টুপিতে ব্যবহার করা হয় ভিডিও ক্যামেরা। কিন্তু ফুটবল মাঠে প্রথমবার রেফারির মাথায় বসানো হলো ক্যামেরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস বনাম  ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে রেফারির মাথায় বসানো ছিল রেফ ক্যাম। ম্যাচ পরিচালনা করার সময় একজন রেফারী কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তা রেকর্ড করা হবে বিশেষ এই রেফ ক্যামের মাধ্যমে। রেকর্ড করা ভিডিও দেখানো হবে বিশেষ একটি অনুষ্ঠানে ম্যাচের সরাসরি সম্প্রচারে তা দেখানো হবে না এমনটাই ইংলিশ প্রিমিয়ার লীগের তরফ থেকে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে বছরের শেষে একটি বিশেষ অনুষ্ঠানে ফুটবলপ্রেমীদের দেখানো হবে আম্পিয়ারের মাথায় বসানো ভিডিও। ইংলিশ প্রিমিয়ার লীগের এই অভিনব উদ্যোগে আলোড়ন পড়েছে বিশ্ব ফুটবলে। বিশ্ব ফুটবলে প্রযুক্তির ব্যবহার বিপ্লব এনেছে। ম্যাচ চলাকালীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার রেফারিদের সংশয় দূর করেছে।  এবার রেফ ক্যাম ব্যবহারে কতটা সুফল মিলবে তা সময় বলবে।