ad
ad

Breaking News

Bopanna

ইতিহাস লিখলেন বোপান্না , মায়ামি ওপেনে চ্যাম্পিয়ন ‘তরুণ’ বোপান্না

বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা আগেই  প্রমাণ করেছেন  রোহন বোপান্না। জয়ের খিদে আজও তাঁকে ছুটিয়ে নিয়ে চলেছে। এই ৪৪  এ এসেও দেখাচ্ছেন দাপট। কোর্টে নেমে প্রতিপক্ষকে অনায়াসে চ্যালেঞ্জ ছুড়তে পারেন।

History is written by Bopanna, the champion in Miami Open 'Tarun' Bopanna

Bangla Jago Desk : বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা আগেই  প্রমাণ করেছেন  রোহন বোপান্না। জয়ের খিদে আজও তাঁকে ছুটিয়ে নিয়ে চলেছে। এই ৪৪  এ এসেও দেখাচ্ছেন দাপট। কোর্টে নেমে প্রতিপক্ষকে অনায়াসে চ্যালেঞ্জ ছুড়তে পারেন। এখনই থামার  কোন ইচ্ছা নেই বোপান্নার ।   তিনি এবার নেমেছিলেন মায়ামি ওপেনে ।

ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে এই প্রতিযোগিতায় নেমেছিলেন যখন বোপান্না।  সঙ্গী ছিলেন  ম্যাথিউ এবডেন । এক সেটে পিছিয়ে পড়ে পরে কাম ব্যাক করে জয় এলো ভারতীয় অস্ট্রেলিয়ান জুটির ঝুলিতে। ম্যাচের স্কোর লাইন ভারতীয়দের পক্ষে দাঁড়ায় ৬-৭, ৬-৩ , ১০-৬ ।

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবথেকে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম  জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি  । এই ম্যাচে বোপান্নাদের বিপক্ষে ছিলেন ইভান ডডিজ ও অস্টিন ক্রাইসেক।  এবার তিনি সবথেকে বেশি বয়সে মাস্টার্স ১০০০ খেতাব জেতার রেকর্ড গড়লেন বোপান্না। অবশ্য এই রেকর্ড কিন্তু তাঁর দখলেই ছিল। গত বছরে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতে এই নজির নিজের নামে করেছিলেন বোপান্না। এবার নিজের রেকর্ডই ভেঙে দিলেন ভারতীয় টেনিস তারকা।   ২০১১ সালে  ।প্রথমবার খেতাব জয়। ১৩ বছর পরেও অব্যাহত জয়ের ধারা । সঙ্গে সঙ্গেই রচনা করলেন নতুন ইতিহাস। ৪৪ বছরেও দাপটের সঙ্গে খেলছেন বোপান্না । এখনো থামার কোনো ইচ্ছা নেই তাঁর । প্রতিযোগিতায় নামছেন সঙ্গে  খেতাব জিতছেন ।