ad
ad

Breaking News

IPL

রাজস্থানের বিরুদ্ধে জয় ফিরতে মরিয়া সানরাইজার হায়দারাবাদ

বর্তমানে সানরাইজার হায়দ্রাবাদ রান তাড়া করার সমস্যার সাথে লড়াই করছে, এরইমধ্যে বৃহস্পতিবার আইপিএল এর পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে।

Sunrisers Hyderabad are desperate for a win against Rajasthan

Bangla Jago Desk : আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার হায়দারাবাদ এবং রাজস্থান রয়্যালস। বর্তমানে সানরাইজার হায়দ্রাবাদ রান তাড়া করার সমস্যার সাথে লড়াই করছে, এরইমধ্যে বৃহস্পতিবার আইপিএল এর পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে। হায়দ্রাবাদের জন্য এই ম্যাচটা পয়েন্ট তালিকায় উপরের দিকে যাওয়ার একটা সুযোগ। অপরদিকে রাজস্থানের কাছে নিজেদের প্লে-অফে যাওয়া নিশ্চিত করার লড়াই।

মরশুমের শুরুটা হায়দ্রাবাদের জন্য খুব ভালো হলেও, আরসিবি এবং সিএসকের বিরুদ্ধে পরাজয়ের পরে, বর্তমানে পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে নেমে গিয়েছে। এই দুটি ম্যাচেই রান তাড়া নেমে হার মানতে হয় প্যাট কামিন্সদের। হায়দ্রাবাদ হেড কোচ ড্যানিয়েল ভিটোরি স্বীকার করেছেন যে দ্বিতীয় ইনিংসে সর্বস্ব দিয়ে ব্যাট করা কোন কার্যকর কৌশল হতে পারে না। সানরাইজার হায়দ্রাবাদ এই মরশুমে প্রথমে ব্যাট করে তিনবার ২৫০ রান পার করেছে। কিন্তু কিন্তু রাম তাড়া করতে নেমে ২০০ রান ছাড়াতে পারেনি।

হায়দ্রাবাদে বর্তমানে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা যেভাবে বিধ্বংসী শুরু করে তার উপর অনেকটাই নির্ভর করে। এবং তাঁরা যখন ফেল করে, দল তখন আবার নতুন করে একটা কার্যকর ইনিংস দাঁড় করাতে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে এইডেন মার্করাম, এখন পর্যন্ত সেরকম পারফরম্যান্স দিতে পারেনি। তাঁকে এখন অনেকটা দায়িত্ব নিতে হবে নিজের প্রথম একাদশে থাকার সাথে ন্যায় করতে হলে। অপরদিকে রাজস্থান রয়্যালস এই মূহুর্তে টেবিলের টপে রয়েছে। ৯ ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ১৬। তাঁরা মাত্র একটি ম্যাচ জিতলে প্লে-অফের জন্য কোয়ালিফাই করে যাবে।