ad
ad

Breaking News

IPL

ইডেনে সৌরভের সামনেই ‘দাদাগিরি ‘!

কেকেআর দিল্লির ম্যাচ নিয়ে ইডেনে ছিল বাড়তি উত্তেজনা উন্মাদনা । কারণ একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল অপরদিকে বলিউড বাদশার কলকাতা নাইট রাইডার্স ।

Eden Sourav in front of 'Dadagiri'!

Bangla Jago Desk :  কেকেআর  ( kkr) দিল্লির ( Dc)  ম্যাচ নিয়ে ইডেনে ছিল বাড়তি উত্তেজনা উন্মাদনা । কারণ একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল অপরদিকে বলিউড বাদশার কলকাতা নাইট রাইডার্স ( kkr) । এদিকে সৌরভ আবার প্রিন্স অফ ক্যালকাটা হিসেবে পরিচিত ভক্ত মহলে। সৌরভের দল জিতবে না কেকেআর ( kkr) জিতবে তা নিয়ে দ্বিধাবিভক্ত ছিল সমর্থকরা।

কলকাতার ইডেন  গার্ডেন্সকে  ( kkr) হাতের তালুর মত চেনেন সৌরভ গঙ্গোপাধ্যায় । কারণ একটা সময় তিনি এই ইডেন গার্ডেনে প্র্যাকটিস করতেন। সেই সৌরভের দলের বিরুদ্ধে বেশ চাপে পড়বে কেকেআর ( kkr)  এমনটা মনে করেছিলেন একাংশ সমর্থকেরা । অপর অংশ মনে করেছিলেন , গৌতম খুব ভালো ভাবে চেনে ইডেনকে ফলত কেকেআর ( kkr)  কে হারাতে বেশ চাপে পড়বে দিল্লি ক্যাপিটালস (Dc)  । দু পক্ষের কথার লড়াইয়ে যখন তপ্ত ইডেন তখন নীরবে সৌরভের সামনে সৌরভের রেকর্ড ভাঙলেন বিপক্ষ টিমের খেলোয়াড় ফিল সল্ট । সাত ম্যাচে ৩৩১ রান ছিল সৌরভের সেই রেকর্ড ভেঙ্গে দিলেন সল্ট । তিনি করলেন ৩৪৪ রান। ‌ সৌরভ যে রানের নজির গড়েছিলেন তা ২০১০ সাল‌ থেকে ছিল রেকর্ড। ১৪ বছর সময় লাগলো সেই রানকে ভাঙতে।

সল্ট একাই ৩৩ বলে ৬৮ রান করে এবং ৭ উইকেটে জয়ী হয় কেকেআর ( kkr) । ফিল সল্ট শুধু এই রান করেই ক্ষান্ত থাকেন নি সেই সঙ্গে আইপিএলের কমলার টুপির যে দৌড় সেই দৌড়ে শামিল হয়েছেন সল্ট।