ad
ad

Breaking News

Bengali swimmers

শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ করে স্বপ্ন পূরণের লক্ষ্যে বাঙালি সাঁতারু

Bangla Jago Desk: স্বপ্ন পূরণের লক্ষ্যে যে সব বাঁধায় তুচ্ছ তা ফের প্রমাণ করলেন  রিমো সাহা। এবার ছিল তার  নতুন লক্ষ্য। এবার তার লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার রবিন আইল্যান্ড থেকে কেপটাউন পার করা। যা সফল ভাবে পার করেছেন। শীতল জল , কঠিন আবহাওয়ার মাঝে  স্বপ্ন পূরণ করেছেন রিমো। শারীরিক প্রতিবন্ধকতাকে বিশেষ আমল দেন না বাংলার […]

Bengali swimmers challenge physical barriers to fulfill their dreams

Bangla Jago Desk: স্বপ্ন পূরণের লক্ষ্যে যে সব বাঁধায় তুচ্ছ তা ফের প্রমাণ করলেন  রিমো সাহা। এবার ছিল তার  নতুন লক্ষ্য। এবার তার লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার রবিন আইল্যান্ড থেকে কেপটাউন পার করা। যা সফল ভাবে পার করেছেন। শীতল জল , কঠিন আবহাওয়ার মাঝে  স্বপ্ন পূরণ করেছেন রিমো।

শারীরিক প্রতিবন্ধকতাকে বিশেষ আমল দেন না বাংলার রিমো সাহা। একের পর এক প্রতিযোগিতাতে নামছেন বাংলার এই প্রতিযোগি । হচ্ছেন সফলও । পশ্চিম বঙ্গের সর্বোচ্চ মেডেল জয়ী সাঁতারু তিনি । ইংলিশ চ্যানেল পার , নর্থ চ্যানেল পার করেও থামেননি  বাংলার এই প্যারা সুইমার রিমো সাহা। শারীরিক প্রতিবন্ধকতা সত্বেও আজও এগিয়ে চলেছেন তিনি এগিয়ে চলার খিদে তাকে তাড়া করে চলেছে। এবার তার লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার রবিন আইল্যান্ড থেকে কেপটাউন পার করা। দক্ষিণ আফ্রিকার শীতল জল , কঠিন আবহাওয়ার মাঝে তিনি লক্ষ্যে অবিচল। সফল হয়ে ফিরেছেন দেশে। স্বপ্ন পূরণ করেছেন রিমো।

দক্ষিণ আফ্রিকার রবিন আইল্যান্ড ১৪  মার্চ সাঁতরে পার করার লক্ষ্যে নামেন রিমো। নীল তিমি থেকে ছোটো হাঙর এসেছে তার এই যাত্রা পথে । তবুও সব বাধা দূরে সরিয়ে প্রথম ভারতীয় প্যারা সুইমার হিসেবে রিমো গড়েন নজির ।





শারীরিক প্রতিবন্ধকতা কে একদম আমল দিতে চান না এই প্যারা সুইমার । এগিয়ে চলা কে পাথেয় করে আরো পথ চলতে চান। সাঁতরে রেকর্ড  গড়তে চান তিনি । জল পথের যে যে অংশ কেউ বাছেননি সেই পথ তিনি বেছেছিলেন। এগোবেন বদ্ধ পরিকর তিনি । তার সফলতার  লাইনে ফুলস্টপ পড়েনি । এখনো চলছেন তিনি । স্বপ্ন পূরণের পথে যে কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না তা এবার প্রমাণ করতে চান রিমো। রিমো সাহা অদম্য সাহস আর অধ্যাবসায়কে পাথেয় করে এবারও সাঁতারে নামতে চলেছেন।