ad
ad

Breaking News

Nadia

বাংলার জয়জয়কার, উত্তরপ্রদেশের এলাহাবাদে আয়োজিত সাব জুনিয়ার আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় প্রথম স্থান বাংলার

বাংলার প্রতিযোগিতার মধ্যে নজর কেড়েছে নদীয়ার দিয়া হালদার। পরপার দুবার এই প্রতিযোগিতায় সাফল্য ঘরে তুলল দিয়া।

Bengal first place in sub-junior artistic gymnastics competition organized in Allahabad, Uttar Pradesh

Bangla Jago Desk : উত্তরপ্রদেশের এলাহাবাদে আয়োজিত সাব জুনিয়ার আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় বাংলার জয়জয়কার। প্রথম স্থান অধিকার করেছে বাংলা। বাংলার প্রতিযোগিতার মধ্যে নজর কেড়েছে নদীয়ার দিয়া হালদার। পরপার দুবার এই প্রতিযোগিতায় সাফল্য ঘরে তুলল দিয়া।

উত্তরপ্রদেশের এলাহাবাদে আয়োজিত জাতীয় সাব- জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে খেতাব জিতল বাংলার প্রতিযোগী। দ্বিতীয় স্থান অধিকার করেছে নদীয়ার শিমুরালির দিয়া হালদার।

সংস্কৃতি সংঘের জিমন্যাস্ট দিয়া এর আগেও জাতীয় স্তরে বাংলার সাফল্য এনে দিয়েছে। এবারও বাংলার মুখ উজ্জ্বল করলো এই প্রতিযোগী। দরিদ্র পরিবারের মেয়ে দিয়া অনূর্ধ্ব ১২ বছরের জাতীয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় পরপর দু’বছর সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। অলরাউন্ডে দিয়ার সংগৃহীত পয়েন্ট 46.50 , প্রথম স্থানাধিকারীর পয়েন্ট থেকে মাত্র 0.35 কম।  এছাড়াও ব্যক্তিগত ইভেন্টে আনির্বান বাড়ে তৃতীয় হয়েছে। এই প্রতিযোগিতায় বাংলার টিম প্রথম স্থান অধিকার করেছে। দিয়ার এই সাফল্যে খুশি তার পরিবার। খুশি তার ক্লাব সংস্কৃতি সংঘ।  জিমন্যাস্টিকে তাক লাগানো সাফল্য এই বাংলার মেয়ের। পরপর দু’বছর দেশের মধ্যে দ্বিতীয় হলেন নদিয়ার দিয়া। অনূর্ধ্ব-১২ জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় এই চমকে দেওয়া সাফল্য অর্জন করেছে বাংলার মেয়ে। উত্তরপ্রদেশের এলাহাবাদের খিলগাঁও-এ জাতীয় সাব-জুনিয়র ২০২৪ আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে এবারেও দ্বিতীয় হয়েছে নদিয়ার দিয়া হালদার।





এবারের জাতীয় প্রতিযোগিতায় নদিয়ার এই কৃতি কিশোরী একটি সোনা, দুটি রুপো একটি ব্রোঞ্জ জিতেছে। মোট চারটি পদক পেয়েছে সে।