ad
ad

Breaking News

Vinesh Phogat

বজরং পুনিয়া না পারলেও অলিম্পিক্সের আশা বাঁচিয়ে রাখলেন ভিনেশ

প্যারিস অলিম্পিক্সে, নামার  যোগ্যতা অর্জন করার আশা বাঁচিয়ে রাখলেন ভিনেশ ফোগট।

At the Paris Olympics, Vinesh Phogat kept Namar's hopes of qualifying alive.

Bangla Jago Desk : বজরং পুনিয়া না পারলেও অবশেষে ভিনেশ পারলেন। মহিলাদের ৫০ কেজি বিভাগের জিতলেন  ভিনেশ। ৫০ কেজি বিভাগে অংশ নিয়ে ফাইনালে ১১-৬ ব্যবধানে শিবানীকে হারিয়েছেন ভিনেশ। প্রথমেই  শিবানীর বিরুদ্ধে শুরুতে ১-৪ এ  পিছিয়ে পড়েন। এবার প্যারিস অলিম্পিক্সে, নামার  যোগ্যতা অর্জন করার আশা বাঁচিয়ে রাখলেন ভিনেশ ফোগট। সোমবার পাতিয়ালায় মহিলাদের ৫০ কেজি বিভাগের নেমেছিলেন ভিনেশ সেখানে মহিলাদের ৫০ কেজি বিভাগে শিবানীকে ১১-৬ ব্যবধানে হারালেন ভিনেশ।

সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ সাধন সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই ভিনেশ। আন্দোলনের জন্য বহু প্রতিযোগিতায় নামতে পারেনি তিনি। আন্দোলনের জন্য তার ঠিকমতো খাওয়া-দাওয়া এবং শরীরচর্চার না হওয়ায় তিনি ৫৩ কেজি বিভাগে নামতে পারেনি। নামলেন ৫০ কেজি বিভাগে। এর আগের ট্রায়ালে বজরং পুনিয়া এবং রবি দাহিয়া নেমেছিলেন। তবে এই দুই তারকা টিকিট অর্জন করতে পারলেন না। যে ট্রায়াল চলছিল সে ট্রায়ালে অংশ নিলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে এই দুই তারকা কুস্তিগিরকে।

এই দুই কুস্তিগির দেশের জন্য এর আগেই পদক জিতেছিলেন। তবে আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিক্সের আগে দুজনই ছিটকে গেলেন। ৬৫ কেজির বিভাগে অংশ নিয়েছিলেন বজরং পুনিয়া। তিনি প্রথম রাউন্ডে, কষ্টে হলেও জিতেছিলেন। অবশেষে আর পারেননি। এদিকে বিনেশ প্রথমেই শিবানীর বিরুদ্ধে শুরুতে ১-৪ এ পিছিয়ে পড়েন। পরে যদিও দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেন। ১১-৬ এ জয় পান।