ad
ad

Breaking News

India

সাংহাইয়ে ভারতের জয়জয়কার, সোনা জিতলেন তিরন্দাজরা

ভারতের ক্ষেত্রে এদিন স্কোর দাঁড়ায় ২৩৬ । অপরদিকে ইতালির স্কোর  দাঁড়ায় ২২৫। টিম ইভেন্টের দুরন্ত পারফরম্যান্সের ফলে ভারতীয় মেয়েরা দেশকে সোনা উপহার দিলেন।

Archers win gold as India triumphs in Shanghai

Bangla Jago Desk :  সাংহাইয়ে দেশের মুখ উজ্জ্বল করল ভারত। গোটা দেশ যখন তীব্র তাপপ্রবাহের জ্বালায় জ্বলছে তখন সাংহাই থেকে যেন একটু  অক্সিজেন আনলো জ্যোতি সুরেখা ভেন্নাম , অদিতি স্বামি , পরনিত কৌররা । দিন শুরু হলো সোনার ঝলকানি দিয়ে । কারণ  বিশ্ব মঞ্চে ফের ভারতীয় অ্যাথলিটরা দেখালেন দাপট । সাংহাইয়ে আয়োজিত তীরন্দাজি বিশ্বকাপের  কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জয়ের  নজির গড়ল  জ্যোতি সুরেখা ভেন্নাম , অদিতি স্বামি , পরনিত কৌর। ভারতের ক্ষেত্রে এদিন স্কোর দাঁড়ায় ২৩৬ । অপরদিকে ইতালির স্কোর  দাঁড়ায় ২২৫। টিম ইভেন্টের দুরন্ত পারফরম্যান্সের ফলে ভারতীয় মেয়েরা দেশকে সোনা উপহার দিলেন। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার পর এটা জ্যোতির দ্বিতীয় সাফল্য। দ্বিতীয় সোনা জয় করলেন তিনি। দলগত ইভেন্টের এই সাফল্য পাওয়ার পর এবার ব্যক্তিগত ইভেন্টেও সেমিফাইনাল খেলবেন জ্যোতি এমনটাই জানা গিয়েছে।। ২০২৩ সালের হানঝৌ গেমসে ছয়টি সোনা পেয়েছিল ভারত।  এবার ফের তীরন্দাজিতে সোনা এলো। অলিম্পিক্সের আগে গোটা দেশের জন্য এটা সুখবর ।

অপর দিকে অভিষেক ভার্মা, প্রিয়াংশ এবং প্রথমেশরাও জয়ী হয়েছে ।  নেদারল্যান্ডসের মাইক শ্লোসার, সিল প্যাটার এবং স্টেফ উইলেমসকে ভারত হারিয়েছে  238-231-এ ।