ad
ad

Breaking News

Tecnology

অবাক কান্ড! কুকুরের শব্দে পালালো বানর! রক্ষা পেল কিশোরী, দেখুন ভিডিও

একরত্তি কিশোরী শুধুমাত্র তার উপস্থিত বুদ্ধি আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানরের আক্রমণের হাত থেকে রক্ষা পায়

The monkey ran away from the sound of hunting! Another pell teen, watch video

Bangla Jago Desk : বুদ্ধি তো আমাদের সকলেরই থাকে। তবে উপস্থিত বুদ্ধি সঠিক সময় প্রয়োগ করার ক্ষমতা, খুব কম মানুষের থাকে। সাথে যদি থাকে প্রযুক্তি তাহলে তো আর কথাই নেই। আজকাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে কত কিছুই না হচ্ছে। কিন্তু এবার একটা অদ্ভুত কান্ড দেখা গেল উত্তরপ্রদেশে। যা রীতিমতো ভাইরাল হয়েছে।

উত্তরপ্রদেশের একটি জায়গায় দেখা গেল এই উপস্থিত বুদ্ধির প্রশংসনীয় প্রদর্শন। উত্তরপ্রদেশের বাস্তি জেলার একটি ১৩ বছর বয়সী মেয়ে আমাজনের অ্যালেক্সার সাহায্যে একটি বানরের আক্রমণ এড়িয়ে যায়। পুরো বিষয়টি কিন্তু উপস্থিত বুদ্ধির উপর নির্ভর করছে।

জানা যাচ্ছে যখন এই ঘটনাটি ঘটে তখন উত্তরপ্রদেশের এই মেয়ে নিকিতা তাঁর বাড়ির মধ্যে ছিলেন। সেই সময় বাড়ির প্রধান দরজা খোলা থাকায় সেখান থেকে একটি বানর তাদের বাড়ির মধ্যে ঢুকে যায়। রান্নাঘরে প্রবেশ করে এবং ওখানে বিভিন্ন জিনিসপত্র ছুড়তে শুরু করে। এই অবস্থায় নিজেকে বাঁচাতে ওই কিশোরী অ্যালেক্সাকে কমান্ড দেয় যে কুকুরের আওয়াজ করতে। সাথে সাথে অ্যালেক্সা কুকুরের ঘেউ ঘেউ শব্দ করে এরপরেই বানরটি কুকুরের ভয় পেয়ে পালিয়ে যায়। তাদের বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীর ছাদে এবং তারপর আরেকটি গাছের লাফ দিয়ে পালায় সে। একরত্তি কিশোরী শুধুমাত্র তার উপস্থিত বুদ্ধি আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানরের আক্রমণের হাত থেকে রক্ষা পায়।