ad
ad

Breaking News

White-lipped Tamarin

বিরল প্রজাতির বাঁদর পাচার আটকালো বন দপ্তর

রাজ্যের বন দফতরের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক

smuggling of rare species of monkeys

Bangla Jago Desk, Mou Basu : রাজ্যের বন দফতরের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। অ্যামাজনের গহন জঙ্গলে দেখা মেলে বিরল প্রজাতির বাঁদর White-lipped Tamarin এর। বৈজ্ঞানিক নাম Saguinus labiatus। পাচার হয়ে যাচ্ছিল এক জোড়া এই বিরল প্রজাতির বাঁদর।

ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে উদ্ধার করে বিরল প্রজাতির বাঁদর। এক জোড়া বাঁদরকে তুলে দেওয়া হয় নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যালস পার্কের কর্তৃপক্ষের হাতে। সেখানে কিছুদিন রাখার পর বাঁদর ২টিকে আনা হয় ইকো পার্কের পাশে হরিণালয়ে। গত বছর জানুয়ারিতে চিকিৎসার জন্য বিরল প্রজাতির বাঁদর ২টিকে হরিণালয় আনা হয়। ২ মাসের কোয়ারান্টাইন পিরিয়ডের পর তাদের খোলা জায়গায় রাখা হয়। বন দফতর সূত্রে খবর, গত ২৭ মার্চ এক জোড়া ওই বিরল প্রজাতির বাঁদর ২টি শাবকের জন্ম দিয়েছে। মা ও ২টি শাবক সুস্থ আছে। বন দফতরের সাফল্যের দাবি ভারতের কোনো চিড়িয়াখানায় এই প্রথম বার অ্যামাজনের জঙ্গলের বিরল প্রজাতির বাঁদরের সফল প্রজনন হল।