ad
ad

Breaking News

Holi 2024

সামনেই তো দোল, তার আগেই জেনে নিন রঙের উৎসবে রঙ খেলার আগে কীভাবে নেবেন চুল ও ত্বকের যত্ন

ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক মিশ্রিত রঙ বা আবীর ত্বক বা চুলে লাগলে তা খুবই বিপজ্জনক হতে পারে

Know how to take care of your hair and skin before playing with colors at the festival of colors

Bangla Jago Desk : রঙের উৎসব দোল বা হোলিতে সবারই কামনা থাকে প্রিয়জনের ভালোবাসার রঙে নিজেকে রাঙাতে। কবির ভাষায় ‘রঙ মর্মে’ লাগলে কোনো ক্ষতি নেই কিন্তু ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক মিশ্রিত রঙ বা আবীর ত্বক বা চুলে লাগলে তা খুবই বিপজ্জনক হতে পারে।

রঙ খেলার আগে ও পরে চুল ও ত্বকের যত্ন কেমন ভাবে নেবেন – 

বিভিন্ন চুল ও ত্বকের কসমেটিকস প্রোডাক্টে নারকেল তেল ব্যবহার করা হয়। তাই রং খেলার আগে মাথায়, মুখে ও গায়ে, হাত পায়ে ভালো করে নারকেল তেল লাগিয়ে নেবেন। ক্ষতিকর বিষাক্ত পদার্থ যাতে চুলের ক্ষতি না করে তার জন্য আগের দিন রাতেই চুলে নারকেল তেল লাগিয়ে নেবেন।





অলিভ অয়েল চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। হালকা হয় আর চিটচিটে হয় না বলে অনায়াসে ব্যবহার করুন অলিভ অয়েল। তাতে ক্ষতিকর রঙের হাত থেকে বাঁচবে চুল ও ত্বক।

গায়ে হাত পায়ে রঙ খেলার আগে ভালো করে আমন্ড অয়েল লাগিয়ে নিন। রঙের হাত থেকে বাঁচবে ত্বক।

তৈলাক্ত ত্বক হলেও অল্প পরিমাণে তেল ব্যবহার করবেন।

রঙ খেলার পর ত্বককে ক্ষতিকর রাসায়নিক পদার্থের হাত থেকে বাঁচাতে অবশ্যই খান অ্যান্টিঅক্সিড্যান্ট মিশ্রিত শশার রস। শশায় অ্যান্টিইনফ্লেমটরি গুণ আছে বলে তা ত্বকের লালচে ভাব, র্যাশ, ফোলা ভাব আটকায়।

 

রঙ খেলার পর ভুলে যাবেন না। রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলে অবশ্যই তেল মাখবেন৷ প্রয়োজনে সেরাম আর কন্ডিশনার ব্যবহার করবেন।

রঙে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকলে ত্বকের ক্ষতি হয়। তাই তেলে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে নিন তাতে মাথার তালু ও চুল ভালো থাকবে।

ঠান্ডা জলে ভালো করে চুল ধুয়ে নিন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। কন্ডিশনার ব্যবহার করুন। তালু চিটচিটে করলে অ্যাপেল সিডার ভিনিগার আর জল মিশিয়ে লাগান। চুল ধুয়ে নেওয়ার পর সেরাম ব্যবহার করুন।

হালকা ঢিলেঢালা পোশাক পরবেন। যাতে রঙ সরাসরি গায়ে হাত পায়ে না লাগে। মাথা কাপড় দিয়ে ঢেকে নিন যাতে চুল রক্ষা পায়।

 

রঙ খেলার আগে পর্যাপ্ত পরিমাণে জল খান যাতে শরীর বিশেষ করে ত্বক আর্দ্র থাকে।

রঙ খেলার আগে মাথা থেকে পা পর্যন্ত ভেসলিন, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল লাগান।

রঙ খেলার আগে নখ ভালো করে কেটে নিন। রঙ খেলার পর ঈষদুষ্ণ গরম জলে চুল, মাথা, হাত পা ধুয়ে নেবেন। প্রয়োজনে দই আর বেসনের মিশ্রণ লাগিয়ে রাখুন। ২-৩ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। ধোওয়ার পর ত্বকে ক্যালামাইন লোশন লাগাবেন ত্বকের ময়েশ্চারাইজ করতে।