ad
ad

Breaking News

Kalimandir's

কালিমন্দিরের নাম মৌমাছি, শুনেছেন কখনও ?

মাকে ভালোবেশেই বাঙালির বারো মাসে তেরো পার্বণের রোজনামচা।

Kalimandir's name is bee, have you ever heard?

Bangla Jago Desk : কালো রূপ অনেক আছে এ বড় আশ্চর্য কালো,(যাঁরে) হৃদমাঝারে রাখলে পরে হৃদয়-পদ্ম করে আলো । বাঙালিরা কমবেশি মাতৃভাবের সাধক। মাকে ভালোবেশেই বাঙালির বারো মাসে তেরো পার্বণের রোজনামচা। বাংলায় শ্যামাকালীর বরাভয়দায়িনী মূর্তি ষোড়শ শতকের বিখ্যাত মাতৃসাধক নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরেই বিস্তার লাভ করে।

তারপর যুগ যুগ ধরে পরম শ্রদ্ধা, আন্তরিকতা ও গভীর ভক্তিতে এই বঙ্গভূমে মহাদেবী নিত্য পূজিতা হচ্ছেন। তারপর যুগ যুগ ধরে পরম শ্রদ্ধা, আন্তরিকতা ও গভীর ভক্তিতে এই বঙ্গভূমে নিত্য পূজিতা হচ্ছেন মাকালী।বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান প্রাচীন কালীক্ষেত্র। যেমন রাঢ়বঙ্গের বীরভূমের সিউড়ির মৌমাছি কালীমন্দির। সিউড়ির ডাঙালপাড়ায় মন্দিরের মা কালীর নাম আনন্দময়ী হলেও, মন্দিরের লাগোয়া মৌমাছি ক্লাবের দৌলতে দেবী পরিচিত মৌমাছি কালী নামে। সিউড়ি বাজারের কাছে চূড়া বিশিষ্ট বিশাল মন্দিরে নজরে আসে ফালা ফালা ডাগর ডাগর চোখের মা কালীর মনমোহিনী রূপ।

অনেকটা জায়গা জুড়ে বিশাল মন্দির। চূড়া বিশিষ্ট মন্দির। পাথুরে বাঁধানো নাটমন্দির। গর্ভগৃহে আসীন মা আনন্দময়ী। কালীঘাটে মায়ের পদতলে যেভাবে দেবাদিদেব শুয়ে আছেন তেমন ভাবে মা আনন্দময়ীর পদতলে শুয়ে আছেন দেবাদিদেব মহাদেব