ad
ad

Breaking News

Manipur Bridge Collapse

Manipur Bridge Collapse: মণিপুরে সদ্য নির্মিত সেতু ভেঙে নদীতে পড়ল ট্রাক, ভিতরে আটকে মৃত চালক

পুলিশ সূত্রে জানা যায়, চালকের নাম মোহাম্মদ বোরজাও, বয়স ৪৫।

The truck fell into the river after breaking the newly constructed bridge in Manipur

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : এবার মণিপুরে সেতু ভেঙে বিপর্যয়। সদ্য তৈরি করা সেতু ভেঙে নদীতে পড়ল ট্রাক। ঘটনায় ট্রাকের চালক ভেতরেই আটকে পড়েন। এরপর মৃত্যু হয়ে ওই ট্রাক চালকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

[আরও পড়ুন : Today Horoscope: সপ্তাহের প্রথম দিনে সুনফা যোগ, শিক্ষাক্ষেত্রে সফল হবে এই ৫ রাশি

জানা যায়, মনিপুরের ইম্ফল পশ্চিমে ওয়াঙ্গই থানা এলাকায় রবিবার ভোর ছটা নাগাদ ইম্ফল নদী পেরছিল একটি ট্রাক। ট্রাকের ভেতরে ছিলেন মোট চারজন। নদীটি পেরোতে গিয়ে হঠাৎ সেতুটি ভেঙ্গে পড়ায় ট্রাকটি সোজা গিয়ে পড়ে নদীতে। প্রাণ বাঁচাতে ট্রাক থেকে লাফিয়ে জলে পড়ে যান বাকি তিনজন। কিন্তু ট্রাকের চালক বেরোতে না পারায় ট্রাকের সঙ্গেই নদীতে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেই তারা প্রথমে উদ্ধারকাজ শুরু করে। যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালিয়ে ট্রাকের ভেতরে থাকা চালককে উদ্ধার করে ওপরে তোলা হয়। এরপর ওই চালককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, চালকের নাম মোহাম্মদ বোরজাও, বয়স ৪৫।

[আরও পড়ুন : New Criminal Law: দেশে লাগু হয়ে গেল নতুন তিনটি ফৌজদারি আইন  

এরপর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন মনিপুরের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংহ। এছাড়াও পৌঁছেছিলেন এলাকার বিধায়ক ঘুরায় জিয়াম লোকনও। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ” প্রযুক্তিগত ত্রুটির কারণে সেতুটি ভেঙে পড়েছে। প্রকৃত কারণ খুঁজে বার করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যদি এই ঘটনায় কারও দোষ খুঁজে পাওয়া যায়, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। দ্রুত সেতুর পুনর্নিমাণ শুরু হবে।’’